ঘরে পালিত বয়লার মুরগির ব্লগ

in photograohy •  last month 

IMG_20241118_104401.jpg
আমার ছেলে বাসায় ফেরার পথে কোন একটা ছেলের কাছ থেকে একটি চকলেটের বিনিময়ে এই মুরগি বাচ্চাটি নিয়ে আসে।মুরগি বাচ্চাটি আনার পরে আমরা বিরক্ত হলাম। জীবিত একটি জিনিস ফেলেও দিতে পারতেছি না কি করব বুঝতেছিনা। নেই যখন এসেছে কিছু খাবার বাজার থেকে কিনে আনলাম। ধীরে ধীরে সেই ছোট্ট মুরগির বাচ্চাটি বড় হতে থাকলো। এক মাস পরে এত বড় হয়ে গেছে বিশ্বাসই করতে পারছি না। এখন এক মায়ায় পড়ে গেছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for following our account.

welcome