বাংলাদেশে অনেক ক্রিকেটারই আছে। সবারই আলাদা আলাদা ভক্ত সমর্থক আছে। কখনো কারনে যদি সাকিব শিরোনামে আসে তাহলে অনেককেই বলতে দেখা যায় সে বেয়াদব। অনেকেই আবার পাল্টা বলেন তাদের। তেমনি পক্ষে বিপক্ষে কিছুনা কিছু ভক্ত সমর্থক তো আছেই এবং সেটা থাকবে এটাই স্বাভাবিক।
তেমনি বিপিএলে এবার সবাই কোন না কোন দলকে সাপোর্ট করছে। কিন্তু একটা জায়গায় সম্ভবত সবাই ব্যতিক্রম। সেটা হল মাশরাফির নামে সবাই যেন অন্ধ। মাশরাফি কি নিজের সাপোর্ট করা দলের বিপক্ষেখেলছে নাকি কোথায খেলছে সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হল মাশরাফি খেলছে। আর মাশরাফি খেলছে মানেই তার ভালো করাকে সমর্থন সবার।
বিপিএলে চিটাগাংয়ের বিপক্ষে মাশরাফি ব্যাট হাতে ঝড় তুলল। তখন চিটাগাংয়ের সাপোর্টাররাও গ্যালারিতে নাচতে থাকল। আর স্লোগান দিতে থাকল সাবাশ মাশরাফি, তুমিই সেরা। তুমিই বস। তুমিই টাইগার। এরকম আরো অনেক স্লোগান।
এমন ভালোবাসা কেউ কখনো পেয়েছে কিনা কে জানে?
Very nice post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit