বিলিম্বি অক্সিডেসি গোত্রের অন্তর্গত একটি উদ্ভিদ। বিলিম্বি কামরাঙ্গা গোত্রের ফল। এটি কামরাঙ্গার নিকট আত্মীয়। এর স্বাদও অনেকটা কামরাঙ্গার মতোই। শুধু স্বাদই নয় প্রজাতি, বিন্যাস, পরিবার, গুণ সবকিছুতেই কামরাঙ্গার নিকটাত্মীয় এই ফলটি। বাংলা নাম: বিলিম্বি। ইংরেজি নাম: Bilimb [বিলিম্বি]। বিলিম্বি দেখতে অনেকটা পটলের মতো, তবে আরো ছোট। ফল ৩-৬ সে.মি. পর্যন্ত বড় হয় এবং রং উজ্জ্বল, হালকা সবুজ। বিলিম্বি গাছে প্রচুর ফল আসে এবং ধরে খুবই অদ্ভুতভাবে। গাছের ডালে তো বটেই, কাণ্ড ঘিরেও ফল ধরে।
Hi STEEMIT friends Good night. Earnestly thanks all steemians for well support and visit my profile. Friends today is Sunday and today night i share beautiful flower & tart fruit photo. Friends it's BILIMBI (বিলিম্বি)FLOWER & FRUIT. Bilimbi is one kind of taste & tart fruit. I hope all of my friends like this flower photograph. Wish your good luck. All the best.