কিছু ফ্রেমে বাঁধা আমার ছবি

in photography •  6 years ago 

কিছু ফ্রেম আপনার ছবিকে আরও ভালো ভাবে উপস্থাপন করে । হইত কোন ভালো দৃশ্য খুজে পাচ্ছেন না , সেক্ষেত্রে ফ্রেম হতে পারে আপনার ভালো পন্থা । বেশ কিছু সফটওয়্যার আছে যার মাধ্যমে ফ্রেম অ্যাড করা যায় । আবার কিছু সাইট ব্যবহার করেও ফ্রেম অ্যাড করা যায় । যেভাবেই করেন ছবির সাথে ফ্রেম ভালো মানাতে হবে । নাহলে এটি ভাল না দেখাতেও পারে ।

আমার কিছু ছবিতে ফ্রেম অ্যাড করেছি । সেগুলো নিচে দেওয়া হল । আশা করি ফ্রেম গুলো ছবির সাথে অনেক ভালো মানিয়েছে ।
আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তৃতীয় ছবি টা । এতে একটি পাতার সাথে ছবি মেশানো হয়েছে । একটি ন্যাচারাল ভাব তৈরি করেছে এই পাতাটি ছবিটির । দ্বিতীয় ছবিটি একটি ফ্রেমে বাঁধা ছবিটি ঝুলছে । অসাধারণ ফ্রেম গুলো । আজকাল ফটোশপ এর মাধ্যমে ছবি সুন্দর করা যায় কিছু এইগুলো খুব জটিল ও কষ্টসাধ্য। কিন্তু ফটোশপ হল সব থেকে ভালো উপায় ছবি সুন্দর করার জন্য ।
107128074_8HqzBGxBe.jpg

107128074_IJepAfyWQ.jpg

107128074_KhUePHH3.jpg

107128074_R8fv8jyq5O15Ev.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

chobi gulote ki software bebohar kora hoyeche. ki ki tools bebohar kora hoyeche ..ektu bistarit jante cai . onek beshi valo lagche frem gulo. egulo ki kono suite bebohar kore kora ? .. photoshop e e kaj gulo korte onek effort dite hoy i know it ... but easily kivabe kora possible ...

This post has received a 14.47 % upvote from @boomerang.

frame gulo onek sundor dekhacche .. framer vitor osadhron art . sotti special frame .tritiy o coturthti opnek sundor art . akaser majhe nijer chobi . abar arekta patar sathe milano . khub kalo adjust koreche. emon chobi ami onek din dekhini ..

You got a 47.16% upvote from @minnowvotes courtesy of @azadku!

sundor artistic frame

  ·  6 years ago (edited)

ro notun notunn fram add korun ar share korun amra dekhi ...

You got a 38.17% upvote from @upme thanks to @farhananipa! Send at least 3 SBD or 3 STEEM to get upvote for next round. Delegate STEEM POWER and start earning 100% daily payouts ( no commission ).

nice photo..