এই মেঘলা দিনে মন ছুটে যায় তোমার কাছে !!!

in photography •  7 years ago 

IMG_20170722_185712.jpg

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন...
কবে পাব কাছে যাবো ওগো তেমার নিমন্ত্রণ !
(২)

মধু বনে ঐ হাওয়া করে শুধু করে আসা-যাওয়া.....
হাই হাইরে দিন যাইরে ভরে আধারে ভূবন, কবে যাব কাছে পাব ওগো তোমার নিমন্ত্রণ........

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক দিন পর এই দরনের লেখা দেখলাম প্রান ভরে দেখলাম ভাল লাগ্ল আসা করি আর ও ভাল লেখা পাব

Dhonobad, ami sob somoy mon valo houyar moto abong shikkhoniyo likha post deyar chasta kori....
Sob somoy shathei thakun.....

Mon Udash howyar moto .....

Amar o onnek valo lagche vaiya.....:))

@iroz
ganta amar khub valo lage, ganta ami nijeo gaici , upload dibe akdin

কুকুর আর তার মালিকের খাবার
এক কুকুর রোজ তার মালিকের কাছে খাবার পৌঁছে দিত। খাবারের ঝুড়ি থেকে আসা চমৎকার সব খাবারের গন্ধে সেই কুকুরের খুব লোভ হত খাবারগুলো চেখে দেখার। কিন্তু, নিজেকে সব সময় সামলে নিত সে। বিশ্বস্ততার সাথে নিয়মিত সে তার কাজ করে যেত। কিন্তু একদিন পাড়ার সব কুকুরেরা একসাথে তার পিছু নিল। চোখে তাদের তীব্র আকাঙ্খা, মুখ থেকে লোভ ঝরে পড়ছে। সমানে তারা চেষ্টা করতে থাকল ঝুড়ি থেকে খাবার চুরি করে খেয়ে ফেলার। বিশ্বাসী কুকুরটি অনেকক্ষণ তাদের থেকে পালিয়ে পালিয়ে থাকার চেষ্টা করেছিল। কিন্তু ধাওয়া করে আসা কুকুরগুলো এক সময় এমন ভাবে তাকে ঘিরে ধরল যে সে দাঁড়িয়ে পড়ল। কুকুরগুলোর সাথে তর্ক করে সে তাদের বোঝাতে চাইল যে তারা কাজটা ঠিক করছে না। চোর কুকুরগুলো ঠিক এটাই চাইছিল। তারা এমনভাবে তাকে বিদ্রূপ করতে রইল যে একসময় সে রাজী হয়ে গেল। “ঠিক আছে, তাই হোক,” বলল সে, “তবে, ভাগাভাগিটা কিন্তু, আমি নিজে ঠিক করব।” এই বলে মাংসের সবচেয়ে ভালো টুকরোটা সে নিজের জন্য তুলে নিল আর বাকিটা ঐ কুকুরগুলোকে দিয়ে দিল।

প্রাচীন বচনঃ লোভের সাথে আলোচনায় বসলে লোভের হাতে পরাস্ত হওয়ার সম্ভাবনাটাই বেশী থাকে।