মেঘলা আকাশ

in photography •  7 years ago 

20180825_175148.jpg
কাল বিকেলে ছাদে উঠলাম,দেখি খুব সুন্দর মেঘাছন্ন আকাশ,সত্যিই চমৎকার একটি দৃশ্য,যা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে,এমন মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের উপরে আর কিছু হতে পারে না,তবে এ সৌন্দর্য সব সময় অনুভব করা হয়না,হয়ত ব্যস্ততার কারনে,তবে কাল যখন কেমরার ফ্রেমে বন্দি করি আর মন ভরে
আকাশ দেখি,তখন বলে উঠি সুবহানাল্লাহ.... আল্লাহর সৃস্টি কতইনা সুন্দর!!!
20180825_174842.jpg

মেঘলা আকাশ ভালো লাগে অবণীর। শুধু ভালো লাগে না। স্বপ্নের মতো লাগে। স্বপ্ন খুব মারাত্মক জিনিস। মাথায় যদি ভালোভাবে গেঁথে যায় তো আর রক্ষা নেই। মনের ভেতর খুঁজে দেখার নেশা জাগিয়ে তোলে।

20180825_175148.jpg

বেদনার রঙ নীল হলে আকাশ কেন নীল
আমরা আজন্ম দেখে এসেছি আকাশের রঙ নীল। রাত হলে একটু গাঢ় নীল প্রায় কালো, কিন্তু দিনের বেলায় নীল। আকাশের এই নীলটা এতই সত্য যে নীলকে কেউ আকাশী রঙও বলে থাক।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আকাশ মেঘলা হলে দেখতে আরও চমৎকার লাগে।

nice article, go ahead 💜

tnx......

Aha.. prokiti... but skyta blue hole sotti awesome hoto... asole.

right

প্রকৃতির ভালোবাসা বড় অদ্ভুত