ভিন্ন ধরনের ক্যাকটাস গাছ।

in photography •  2 months ago 

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আমি আপনাদের সাথে আজকে উপস্থাপনা করব আরো একটি প্রজাতের ক্যাকটাস গাছ এর ফটোগ্রাফি এবং উপকারিতা সম্পর্কে।

IMG_20241114_174148.jpg

ক্যাকটাস গাছ মূলত একটি ঔষধি গাছ বিভিন্ন রোগ এই গাছের পাতা বেঁটে খেলে নিরাময় হয় প্রাচীন যুগ থেকেই এই গাছের বহু ঔষধি গুনাগুন আমরা দেখতে পেয়েছি এই গাছগুলো অন্যান্য গাছের মতনই স্বাভাবিক পরিবেশে খুব ভালো বেড়ে উঠতে পারে।

IMG_20241114_174155.jpg

গতকালকে যে ক্যাকটাস গাছ সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম সেগুলো দেখতে আকারে গোল আর এই গাছগুলো আকারে লম্বা এই গাছের শাখা প্রশাখা দেখতে ভারী সুন্দর লাগে কেননা এগুলো অনেক বড় বড় হয়ে থাকে।

IMG_20241114_174154.jpg

এই গাছে খুব সুন্দর ফল হয় এবং সেগুলো খাওয়া যায় এই গাছের আদি নিবাস বেশি আনছো আফ্রিকাতে আফ্রিকার মরুভূমি অঞ্চলে এই গাছ বেশি দেখা যায় এছাড়াও অন্যান্য দেশেও এই গাছ তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে।

IMG_20241114_174147.jpg

এই গাছের ছবি সংগ্রহ করছি একই জায়গা থেকে একই দিনে গতকালকে যে ক্যাকটাস গাছ ছবি আপনাদের কাছে শেয়ার করছিলাম ঠিক ওই একই স্থান থেকে। তো বন্ধুরা ক্যাকটাস গাছ ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন

IMG_20241114_174141.jpg

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed

Hive blog

Posted using SteemMobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন ,এই ক্যাকটাস গাছের শাখা প্রশাখা গুলো দেখতে খুব সুন্দর লাগে। একটা সময় গেছে এই গাছগুলো আমি আমার বাড়ির আঙ্গিনায় লাগিয়ে রাখতাম । আমি এদের খুব পরিচর্যা করতাম।এই ক্যাকটাস গাছের ফল হয় এ কথাটা আমার আগে জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।এই গাছগুলো যখন নতুন শাখা মেলে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে।

যাই হোক, এই ক্যাকটাস গাছ সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।