ফানুস ওড়ানোর কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সৌভাগ্যক্রমে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি
নববর্ষ উপলক্ষে আতশবাজি নিয়ে পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ করতে যাওয়ার সময় ঢাকার বিভিন্ন এলাকা থেকে সাতটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, ফানুস ওড়ানোর কারণে আগুনের ঘটনা ঘটেছে এবং ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জ এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ছবিতে দেখা যাচ্ছে ঢাকার একটি ভবনে নববর্ষ উদযাপনের সময় ফানুস ওড়ানোর কারণে আগুন লেগেছে ফোকাস বাংলা
তিনি বলেন, নগরীর মাতুয়াইল এলাকায় একটি তিনতলা ভবনের ছাদে আতশবাজি বিস্ফোরণের ঘটনা ঘটে যখন নববর্ষ উদযাপনকারীরা রাত ১২টা ১৫ মিনিটে ফানুস জ্বালায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কলে সাড়া দিয়ে সকাল 1:38টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যখন ধোলাইখালের একটি পাঁচতলা ভবনের ছাদে আতশবাজি বিস্ফোরিত হয়।
শনিবার ভোরে শহরের আকাশে হাজার হাজার ওড়ানো ফানুস ও আতশবাজি দেখা গেছে। শহরজুড়ে নববর্ষ উদযাপন চলে গভীর রাত পর্যন্ত।