জুলাই বিপ্লবের স্মৃতি স্মারক

in photography •  last month 

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন দেয়াল থেকে সংগৃহীত🖤🇧🇩

467184441_510331352004346_576582356389942553_n.jpg

দেশের জন্য যারা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন

467459122_510331272004354_6009380236645684068_n.jpg

চোখের পানি আটকাতে পারি না। তখন নামাজ পড়ে শুধু আল্লাহ কে বলতাম আল্লাহ এই আন্দোলন সফল করে দেন

467370511_510331482004333_7989165075962978882_n.jpg

এই মরমান্তিক ঘটনা আজীবন মনে রাখবো আমরা এসব পিক গুলো বিভিন্ন থানার দেওয়ালে আকা হোক,,,
এবং পুলিশ বাহিনীকে বোঝানো হোক তারা কেমন করে জনগণের পাশে ছিল,
পোষ্টার করে লাগানো হোক শহরের রাস্তায় এবং গ্রামের চায়ের দোকানে আশে পাশে

467340414_510331385337676_4648430790276482307_n.jpg

সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এখন আওয়ামীলীগকেও নিষিদ্ধ করতে হবে এটা আমাদের জোরালো দাবি-✊

467185967_510331448671003_1328405342924173725_n.jpg

সারা জীবন মনে থাকবে আমি আমার বাইকে হারিয়েছি আমার মায়ের পা চোখের পানি এখনো শুকায় না যতদিন বেঁচে থাকব আওয়ামী লীগ কিনা করব যারা আওয়ামী লীগকে গীতা করবে তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব
আরো কয়েকটি ছবি এ্যাড করার প্রয়োজন। মুগ্ধ পানি চাই বলে শাহাদাত বরণ। একজনকে পুলিশ গুলি করছে তাকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু। একজনকে সামনে দাঁড়িয়ে তার পায়ে গুলি করছে পুলিশ। এক ছেলে রাস্তায় গুলি খেয়ে পড়েছিল কলেমা পড়ে শাহাদাত বরণ করে। পুলিশের এক গুলিতে দুই ছাত্র শাহাদাত বরণ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!