We left shortly after the scheduled time. Then it will be around 11 pm. Our plan was to reach the destination in the morning. Departing around 8/9 am, our bus reached the Mongla Seaport area around 8 am. The maritime area looks great to me. It looked so good. I will write another tour with detailed tours. By the way, we left for Sundarbans again at Dubai Bangladesh Cement Factory.
There we get introduced to many types of machines. At its core is a bag-making machine, then a machine filled with gas cylinders. Today I will discuss about these 2 machines. At Pomtom we went to a bag towing house. Then at the gas station.
This is a new towing machine. Not done yet.
আমরা কলেজ থেকে গত বছর ট্যুরে গিয়েছিলাম সুন্দরবন এবং দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যক্টরিতে। যেহেতু এই ট্যুরটা ছিলো ইন্ডাস্ট্রিয়াল ট্যুর তাই প্রধান ফোকাস ছিলো দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যক্টরিতে।
আমরা নির্ধারিত সময়ের অনেক পরে রওনা দিয়েছিলাম। তখন আনুমানিক রাত ১১ টা হবে। আমাদের প্লান ছিলো সকালে গন্তব্যে পৌছাতে পারবো। রাত ১১ টার দিকে রওনা হয়ে ভোর ৮/৯ টার দিকে আমাদের বাস পৌছালো মংলা সমুদ্র বন্দর এলাকায়। সামদ্রিক এলাকা আমার এমনিতেই দারুন লাগে। তাই খুবই ভালো লাগছিলো। বিস্তারিত ট্যুর নিয়ে অন্য একটা ব্লগে লিখবো।যাই হোক ,আমরা সুন্দরবন ঘুরে আবার রওনা দিলাম দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যক্টরিতে।
সেখানে গিয়ে আমরা অনেক ধরনের মেশিনের সাথে পরিচয় হই। তার মদ্ধে একটি হলো ব্যাগ বানানো মেশিন,তারপর গ্যাস সিলিন্ডারে ভরা মেশিন। আজ এই ২ টা মেশিন নিয়েই আলোচনা করবো। পোথমতো আমরা গেলাম একটি ব্যাগ তৌরি করা ঘরে। তারপর গ্যাস ভরার স্থানে।
এটি হলো নতুন তৌরি করা একটি মেশিন। এখনও সম্পুর্ণ কাজ শেষ হয়নি।
এবং এই ছবিটি একটি কাছথেকে তুলা।
এবার দেখাবো যেখানে অসঙ্খ ব্যাগ তৈরি হচ্ছে তাদের ফ্যক্টরিতে তৈরি সিমেন্ট ভরার জন্য। আমরা কিছু গ্রুপ ভাগ করে নিয়ে পরিদর্শনে গেলাম। আমাদের গ্রুপে ১১/১২ জন ছিলাম। সাথে একটা স্যার ছিলেন। আমরা ব্যাগ তৈরির ঘরে গিয়ে তো অবাক। এতো ব্যাগ একসাথে কখুনোই দেখিনি। সেখানথেকে কিছু ছবি ও তুলেছি। তার মদ্ধে একি একটি।
এরপর আমরা ফিরে আসলাম অনেক অভিগ্ঙতা নিয়ে। ধন্যবাদ আমার সাথে থেকে পোস্ট টা পরার জন্য।
GIF LINK :https://twitter.com/mohamma80465771/status/1169276223475707906
I mostly like this gif.
MY ACOUNT IS NEW. PLEASE FOLLOW ME ON TWITTER AND LIKE MY ALL POST.
THANKS YOU GUYS, HAVE A GOOD DAY.
Next day i will post another blog.
PLease visite my another post my all blog here
follow on my STEEMIT
vote my neoxian post HERE
I HAVE SMALL DISCORD SERVER. THIS SERVER I CREAT FOR DO SOME FUN. YOU CAN JOIN HERE. IF YOU WANT EARN SOME STEEM, NEED JOINING MEMBER IN MY SERVER.
Hello @everyone Get 5 STEEM
just join active user in This server...
if you join 10 user, you get 1 STEEM
18 user = 2 steem
25 user= 3 Steem
32 user = 4 steem
37 user =5 steem
This Offer time Limited
THANKS FOR READ MY POST