আচ্ছা আপনারা কি বলতে পারেন ফুলের বিভিন্ন রকম রং কেন হয়?
-এই যে এত এত প্রকার ফুল, সবার রঙ আকার আকৃতি ফোটার সময় ভিন্ন ভিন্ন। পৃথিবীতে এমন কোন সময়-দিন-মুহূর্ত আসেনা কোন না কোন প্রকার ফুল থাকবে না। সারা বছর প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত জুড়ে পৃথিবীতে অসংখ্য ফুল ফুটছে আবার ঝরে যাচ্ছে। আর এই ফুলগুলোর ভিন্ন ভিন্ন রং হওয়ার কারণ ফুল গাছে থাকা পিগমেট। একেক কালারের পিগমেন্ট এর কারণে ফুলের রং একেক রকম।*