সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভাল আছেন আজ শুক্রবার জুম্মার দিন আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ সকালে খুব তাড়াতাড়ি অফিসে গিয়েছি কারন আমার আজ সকালে সময় খুব কম ছিল। আমি লাঞ্চ টাইমে বাসায় আসছিলাম তারপর আমি হাত পা ধুয়ে আমি ভাত খেয়ে ছিলাম।
খাওয়ার পর আমাদের বাসার নিকটে একটি নতুন মসজিদ হয়েছে আমি আজকে জুম্মার নামাজ পড়েছি নতুন মসজিদে আমার নামাজ শেষ হওয়ার পর আমি আবার আমার বাসায় আসছিলাম কিছুক্ষণ বাসায় রেশ নেওয়ার পর আমি অফিসে গিয়েছি আজ আমার ছুটি হয়েছিল বিকাল পাঁচটা পনের মিনিটে ।
আমি বিকাল বেলায় ঘুমাতে যাওয়ার সময় রাস্তার পাশে আমি দেখতে পেলাম একটি সাদা ফুলের গাছ এই গাছটি কিন্তু কাঠ ফুলটি দেখতে অনেক সুন্দর তাই আমি ঘুরতে যাওয়ার সময় কয়েকটি ছবি তুলেছিলাম তারপর আমি আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম বন্ধুর সাথে কিছুক্ষণ রাস্তায় ঘুরাঘুড়ি করে আমি রাত নয়টায় আমি আমার বাসায় আসছিলাম।
|ফটো|@re nazimsorkar
Mobile Samsung galaxy
Location bangladesh
ছবিটি original