নার্সারির ফটোগ্রাফি

in photography •  9 days ago 

সবাইকে অভিবাদন,
আশাকরি সকলে ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমরা অনেকেই শখের বাগান করি আবার ছাদ বাগান করি এর জন্য নার্সারি থেকে গাছ ও টব কিনতে হয়।আ আজকে আমি সেই নার্সারির থেকে গাছের ফটোগ্রাফি শেয়ার করছি এবং কিছু তথ্য।

আপনার বাগানের জন্য কোন ধরনের গাছ লাগাতে চান তা নির্ধারণ করুন। ফুলের গাছ, ফলের গাছ, বা সবজি গাছ—সবগুলোর জন্য আলাদা আলাদা যত্ন প্রয়োজন । গাছ কেনার সময় দেখে নিন যে গাছটি স্বাস্থ্যবান, পাতা সবুজ ও কোন ধরনের পোকামাকড় বা রোগের লক্ষণ নেই। গাছ কেনার সময় দেখে নিন যে গাছটি স্বাস্থ্যবান, পাতা সবুজ ও কোন ধরনের পোকামাকড় বা রোগের লক্ষণ নেই। আপনার বাগানের আকার অনুযায়ী গাছের মাপ নির্বাচন করুন। ছোট গাছ দ্রুত বাড়বে এবং স্থানও বেশি নেবে। আপনার বাজেটের মধ্যে গাছের দাম বিবেচনা করুন। কিছু নার্সারিতে বিভিন্ন দামে গাছ পাওয়া যায়। যদি আপনার বাগানে ছোট বাচ্চা বা পোষা প্রাণী থাকে, তাহলে কাঁটাযুক্ত গাছ থেকে দূরে থাকুন।

নার্সারি থেকে গাছ কেনা একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে। ভালো লাগার গাছ বেছে নিন এবং আপনার বাগান সাজিয়ে তুলুন.

Device Information


Categoryphotography
DeviceSamsung Galaxy A50
LocationBangladesh
Photographer@riponislam

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...