শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ১১

in photography •  2 years ago  (edited)


আজকে প্রচুর চাপে ছিলাম । তাও পোস্টটি করে দিলাম । আমার প্রতিদিন পোস্ট করতে ভালো লাগে । একটা চ্যালেঞ্জও নিয়েছিলাম যে বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৬৫ দিনই পোস্ট করবো । বাট, শারীরিক আর পার্সোনাল কিছু প্রতিবন্ধকতার কারণে সেটা পেরে উঠিনি । বেশ কয়েকদিন মিস করে গিয়েছি এর মধ্যে ।

আজকেও প্রথমে ভেবেছিলাম যে কোনো পোস্ট করবো না । বাট তারপরে শেষমুহূর্তে খুব তাড়াহুড়ো করে পোস্টটি ,করে দিলাম । পোস্টটি করার পরে দেখলাম যে শুধু ফোটো দিয়েছি , কিন্তু তেমন কিছু লেখা হয়নি । তাই আবার পোস্টটি এডিট করে লিখছি ।

আরও একটা জিনিস আবিষ্কার করলাম । আজকে তাড়াহুড়োতে পোস্ট করতে গিয়ে দেখলাম যে আমি "আমার বাংলা ব্লগ" এর বাইরে পোস্ট করে ফেলেছি । যাই হোক আজকে আবার হাজির হয়েছি অষ্টমীর রাতের আরো কিছু ফটোগ্রাফি নিয়ে ।

এপিসোড নাম্বার ১১ তে আমি শেয়ার করেছি আরো তিনটি পুজো প্যান্ডেল পরিভ্রমণের ছবি । এর মধ্যে দুটি পুজো মণ্ডপসজ্জা মোটামুটি ভালো ছিল । একটা আবার হিমালয়ের কৈলাশ পর্বত থিম তৈরী করেছিল । বিশাল উঁচু এক পর্বত । তার শিখরে মহাদেবের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি । ঠিক তার নিচ দিয়ে চলে গেছে একটা কৃত্রিম গুহা ।

এই গুহার অভ্যন্তরে দেবী দুর্গার আরাধনা চলছে । দেবী মূর্তির শৈল্পিক গঠন মোটামুটি হয়েছে ।


সিম্পল বাট আমার কাছে ভালোই লেগেছে । ছিমছাম এবং দারুন গোছানো একটা পুজো প্যান্ডেল ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্যান্ডেলের মধ্যে দূর্গা প্রতিমা । অসাধারণ প্রতিমাটি । শৈল্পিক সৌন্দর্য অসম ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এই পুজো মণ্ডপটি হিমালয়ের কৈলাশের আদলে তৈরী । বিশাল একটা পাহাড় । পাহাড়ের শীর্ষদেশে শিবের প্রকান্ড একটি ধ্যানরত গুরুগম্ভীর প্রশান্ত মূর্তি স্থাপিত হয়েছে । ঠিক তার তল দিয়েই গুহায় প্রবেশ স্থল । এই গুহার মধ্যেই দেবী প্রতিমা স্থাপিত ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ৫০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কৃত্রিম গুহার মধ্যে এই দেবী প্রতিমার পুজো হচ্ছে । মূর্তির শৈল্পিক সৌন্দর্য ভালোই লেগেছে আমার কাছে ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ৫০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ঠিক এরপরেই রাস্তার ওপর ছোট্ট করে একটা পুজো হচ্ছিলো । তেমন কোনো সাজসজ্জা নেই । একদমই সিম্পল । আমি দুটি শট তুলেছিলাম ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ৫৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (425 TRX daily for 7 consecutive days :: DAY 05)


trx logo.png



সময়সীমা : ১৬ অক্টোবর ২০২২ থেকে ২২ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২০ অক্টোবর ২০২২


টাস্ক ৯৬ : ৪২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : b67470fdb6ebe4e7d8c026dfe81bf881b0dac351958661facfc177ea8e5b448c

টাস্ক ৯৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

RME, Thank You for sharing Your insights

AND Photographs...

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

দাদা যদিও আপনি তাড়াহুড়োর মাঝে কমিউনিটির বাইরে পোস্ট করেছেন। কিন্তু পূজা মন্ডপের ফটোগ্রাফি এবং উল্লেখযোগ্য তথ্যগুলো খুব ভালোভাবেই শেয়ার করেছেন। বিশেষ করে আমার কাছে হিমালয়ের কৈলাসের আদলে তৈরি থিম পূজাটি খুব ভালো লেগেছে। আমি টিভিতে এরকম কয়েকটি সিরিয়াল দেখেছিলাম খুব ভালো লেগেছিল। তাই এই পূজার ফটোগ্রাফি গুলো দেখে খুব চেনা চেনা লাগলো।
ধন্যবাদ আপনাকে দাদা।

RME, Thank You for sharing...

Best regards

We have finally deployed our witness node with a full infraestructure called @seven.wit, read our announcement

We are providing the following:

Cast your vote to @seven.wit now!

তাড়াহুড়ো করে পোস্ট করতে গিয়েও বেশ দারুন ভাবে সাজিয়ে তুলেছেন দাদা, মহাদেবের মূর্তির পিছনে অভ্যন্তরীণ গুহাটি দেখতে অনেক চমৎকার দেখাচ্ছে এটি প্রথমেই আমার নজর কেড়েছে ,🥰 মূর্তিগুলো দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে, ধন্যবাদ দাদা এত ব্যস্ততার মাঝেও পোস্টটি শেয়ার করার জন্য। ❤️

তাড়াহুড়ো করে কোন কাজ করতে গেলে ঠিক এমনটাই হয় দাদা। যাই হোক আপনার পুজো পরিক্রমার ১১ নাম্বার পর্ব দেখে বেশ ভালো লাগলো, আমার কাছে বিশেষ করে হিমালয়ের কৈলাস পর্বত থিমের পুজো মণ্ডপ টি দারুন লেগেছে আমি এর আগে কখনো এরকম পূজো মন্ডপ দেখিনি। সামনাসামনি এই পূজো মণ্ডপটি দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো।

RME, Thank You for sharing...

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

দাদা পূজা পরিক্রমা পর্ব ১১ এর প্রথম প্যান্ডেলের গেইটটা অনেক সুন্দর হয়েছে। সিম্পলের মাঝে সুন্দর করে সাজিয়েছে। আর কৃ্ত্তিম গুহা দিয়ে যেটা বানানো হয়েছে সেটাও অনেক সুন্দর হয়েছে। আমি তো প্রথমে ভুল করে সত্যিকারের গুহা মনে করেছিলাম। পরে আপনার পোষ্টের লেখা পড়ে বুঝতে পারলাম যে সেটা কৃত্তিম। ধন্যবাদ দাদা।

Thank You for sharing...

এটা শুনে অবাক হলাম দাদা এত ব্যস্ততার মাঝেও আপনার টার্গেট ছিল ৩৬৫ দিনেই আপনি পোস্ট করবেন, একদিনও বাদ পড়বে না। আসলে আমার মনে হয় আপনার মত ব্যস্ত থাকলে আমরা ৩৬৫ দিনে ৬৫ টা পোস্ট ও করতে পারবে কিনা সেটাও সন্দেহ রয়েছে। অনেক ধন্যবাদ দাদা খুব চমৎকার কিছু পূজার ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য। ভালো থাকবেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি।

RME, Thank You for sharing...

দাদা আপনি এমন কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেন সত্যিই অবাক হয়ে যাই। ৩৬৫ দিনে পোস্ট করা সত্যিই অনেক কঠোর সিদ্ধান্ত। তাছাড়া দ্বিতীয়বার মনে হয় কমিউনিটির বাইরে পোস্ট করেছেন দাদা এর আগেও একবার করেছিলেন হ্যাং আউটে আমাদের সাথে শেয়ার করেছিলেন ফটোগ্রাফি গুলো দারুন লাগছে দাদা।

ছিমছাম পাড়ার পূজো গুলোই আমার বেশি ভালো লাগে। মনে হয় পাড়ার পুজো গুলোতে যেন অদ্ভূত প্রাণশক্তি লুকিয়ে আছে।

কৈলাশের আদলে মণ্ডপটি বেশ সুন্দর। রাজনৈতিক হোর্ডিং বাদ থাকলে আরো সুন্দর লাগতো।

RME, Thank You for sharing...

দাদা প্রত্যেকটি ছবি অসাধারণ ছিল। কলকাতায় অনেক চমৎকারভাবেই দুর্গাপূজা পালন হয়। তবে দাদা আমার খুব ইচ্ছে আপনাদের কলকাতায় একবার পুজোর সময় ঘুরে আসবো। তারাহুরো করে কাজ কমলে আমার ও মাঝে মাঝে এমন ভুল হয় দাদা।

RME, Thank You for sharing...

Good!