ফিটনেস ছিল না বিআরটিসির বাসটির

in photography •  6 years ago 

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার একটি বাস ছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসির। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সেই বাসটির ফিটনেস সনদ ছিল না। দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা তিন সদস্যের কমিটি সূত্রে আজ সোমবার এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কুদ্দুস বলেন, ‘আমরা তদন্ত করে জানতে পেরেছি, দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসের কোনো ফিটনেস সার্টিফিকেট ছিল না। তবে গেটলক রুবি পরিবহনের বাসটির ফিটনেস সার্টিফিকেট ছিল।’

এদিকে দুই বাসের চালক ও সহকারীসহ চারজনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সকালে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

1.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!