IIবাংলাদেশ জাতীয় জাদুঘর" ভ্রমণ - পর্ব ১৫II

in photography •  2 years ago 

image.png

দেখতে দেখতে "বাংলাদেশ জাতীয় জাদুঘর" ভ্রমণের পঞ্চদশ পর্ব পেরিয়ে আজ ষোড়শতম পর্বে পদার্পন করলাম । আর মাত্র দুটো-তিনটে পর্বেই এই সিরিজ ফোটোগ্রাফি পোস্ট শেষ করে দেব । এর আগে আমার কলকাতা মিউজিয়াম ভ্রমণ নিয়ে মোট ৬০টি পর্বের একটি সিরিজ ফোটোগ্রাফি পোস্ট করেছিলাম ।

মিউজিয়াম হলো জ্ঞানের আধার । "কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই--. দূরকে করিলে নিকট বন্ধু ......"। মিউজিয়াম হলো সেই ঘর যেখানে আমরা অজানাকে জানার সুযোগ পাই । কত অদেখা জিনিসের সন্ধান পাই । ইতিহাসের পাতা থেকে বাস্তবতা উঠে আসে । আর তাই মিউজিয়াম আমার এতো প্রিয় ।

আজকের এপিসোডের main আকর্ষণ হলো বাহারি নক্সাকাটা রং বেরঙের মাটির হাঁড়ি ও বিভিন্ন তৈজসপত্র । আর একটা আকর্ষণ হলো টেরাকোটার মূর্তি এবং ফলক । টেরাকোটা কিন্তু ল্যাটিন শব্দ । এর অর্থ পোড়ামাটি । "টেরা" মানে মাটি আর "কোটা" মানে পোড়ানো । বর্তমানে টেরাকোটার মূর্তি এবং ফলক অসম্ভব দামী এবং গুরুত্বপূর্ণ একটি ভাস্কর্য । বাংলাদেশ ও ভারতে যে কয়টি টেরাকোটার মন্দির এবং স্থাপত্য আছে প্রায় সবগুলিই ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়েছে ।

আজকের পর্বে আপনারা অনেকগুলো টেরাকোটার বিভিন্ন নকশাকাটা ফলক এবং মূর্তি দেখতে পাবেন । অপূর্ব নকশা আর গঠনশৈলী । জাস্ট অবাক করা এক শিল্প ।

তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের এপিসোড । আশা করছি এই এপিসোডটিও গতপর্বগুলোর ন্যায় উপভোগ করবেন ।

image.png

image.png

image.png

image.png

image.png

অসংখ্য বাহারি নক্সাকাটা রং বেরঙের বিভিন্ন মাটির হাঁড়ি, পাতিল, গামলা, কলসি, বদনা, ঘট, ঘড়া, বাটি ও বিভিন্ন তৈজসপত্র ।

তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

সময় : বিকেল ৫ টা ০০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ

image.png

image.png

মাটির তৈরী অসংখ্য খেলনা । নানান রকমের, নানান ডিজাইনের আর হরেক রঙের । এর মধ্যে রয়েছে - মনীষীদের মূর্তি, বর-বৌ, বুড়ো দাদু, গরু-বাছুর, রাঁধুনি, পালকি, কৃষক, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মূর্তি, হাঁস, ময়ূর, মুরগি, ঘোড়া, হাতি, কুকুর, বাঘ এবং শিয়াল ।

তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

সময় : বিকেল ৫ টা ০০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ

image.png

image.png

image.png

image.png

টেরাকোটা । উপরের প্রথম তিনটি ছবি হলো টেরাকোটার বিভিন্ন হিন্দু দেব-দেবীর মূর্তি । আর চতুর্থ ছবিটা হলো টেরাকোটার নকশাকরা অনেকগুলি ফলকের ।

তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

সময় : বিকেল ৫ টা ০০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ

image.png

image.png

image.png

image.png

উপরের সবগুলিই হলো টেরাকোটার বিভিন্ন ভাস্কর্য । প্রায় সব ক'টি মূর্তিই কাল্পনিক । দু'একটি হলো হিন্দু ও বৌদ্ধ ।আর বাকিগুলো তৎকালীন গ্রামীণ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতিকৃতি ।

তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

সময় : বিকেল ৫ টা ০০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ

ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB49
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

VOTE @bangla.witness as witness
SET @rme as your proxy
image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!