দেখতে দেখতে "বাংলাদেশ জাতীয় জাদুঘর" ভ্রমণের পঞ্চদশ পর্ব পেরিয়ে আজ ষোড়শতম পর্বে পদার্পন করলাম । আর মাত্র দুটো-তিনটে পর্বেই এই সিরিজ ফোটোগ্রাফি পোস্ট শেষ করে দেব । এর আগে আমার কলকাতা মিউজিয়াম ভ্রমণ নিয়ে মোট ৬০টি পর্বের একটি সিরিজ ফোটোগ্রাফি পোস্ট করেছিলাম ।
মিউজিয়াম হলো জ্ঞানের আধার । "কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই--. দূরকে করিলে নিকট বন্ধু ......"। মিউজিয়াম হলো সেই ঘর যেখানে আমরা অজানাকে জানার সুযোগ পাই । কত অদেখা জিনিসের সন্ধান পাই । ইতিহাসের পাতা থেকে বাস্তবতা উঠে আসে । আর তাই মিউজিয়াম আমার এতো প্রিয় ।
আজকের এপিসোডের main আকর্ষণ হলো বাহারি নক্সাকাটা রং বেরঙের মাটির হাঁড়ি ও বিভিন্ন তৈজসপত্র । আর একটা আকর্ষণ হলো টেরাকোটার মূর্তি এবং ফলক । টেরাকোটা কিন্তু ল্যাটিন শব্দ । এর অর্থ পোড়ামাটি । "টেরা" মানে মাটি আর "কোটা" মানে পোড়ানো । বর্তমানে টেরাকোটার মূর্তি এবং ফলক অসম্ভব দামী এবং গুরুত্বপূর্ণ একটি ভাস্কর্য । বাংলাদেশ ও ভারতে যে কয়টি টেরাকোটার মন্দির এবং স্থাপত্য আছে প্রায় সবগুলিই ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়েছে ।
আজকের পর্বে আপনারা অনেকগুলো টেরাকোটার বিভিন্ন নকশাকাটা ফলক এবং মূর্তি দেখতে পাবেন । অপূর্ব নকশা আর গঠনশৈলী । জাস্ট অবাক করা এক শিল্প ।
তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের এপিসোড । আশা করছি এই এপিসোডটিও গতপর্বগুলোর ন্যায় উপভোগ করবেন ।
অসংখ্য বাহারি নক্সাকাটা রং বেরঙের বিভিন্ন মাটির হাঁড়ি, পাতিল, গামলা, কলসি, বদনা, ঘট, ঘড়া, বাটি ও বিভিন্ন তৈজসপত্র ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৫ টা ০০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
মাটির তৈরী অসংখ্য খেলনা । নানান রকমের, নানান ডিজাইনের আর হরেক রঙের । এর মধ্যে রয়েছে - মনীষীদের মূর্তি, বর-বৌ, বুড়ো দাদু, গরু-বাছুর, রাঁধুনি, পালকি, কৃষক, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মূর্তি, হাঁস, ময়ূর, মুরগি, ঘোড়া, হাতি, কুকুর, বাঘ এবং শিয়াল ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৫ টা ০০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
টেরাকোটা । উপরের প্রথম তিনটি ছবি হলো টেরাকোটার বিভিন্ন হিন্দু দেব-দেবীর মূর্তি । আর চতুর্থ ছবিটা হলো টেরাকোটার নকশাকরা অনেকগুলি ফলকের ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৫ টা ০০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
উপরের সবগুলিই হলো টেরাকোটার বিভিন্ন ভাস্কর্য । প্রায় সব ক'টি মূর্তিই কাল্পনিক । দু'একটি হলো হিন্দু ও বৌদ্ধ ।আর বাকিগুলো তৎকালীন গ্রামীণ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতিকৃতি ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৫ টা ০০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB49
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
VOTE @bangla.witness as witness
SET @rme as your proxy
image.png