আজকে একটা নিখাদ ফোটোগ্রাফি পোস্ট করতে চলেছি । তাই খুব বেশি কিছু লিখবো না । দোলের দিন এবার একটু কম করেই রঙ খেলেছি । বেশ কয়েকটা স্প্রে গান আর পিচকারি কিনেছিলাম । দুই দলে ভাগ হয়ে রং নিয়ে যুদ্ধ করলাম, বেশ মজার হলো । বলা বাহুল্য আমরা হেরে গিয়েছিলাম । রঙের বালতি থেকে রং পিচকারিতে লোড করতে করতেই আমাদের এসে রং দিয়ে স্নান করিয়ে দিয়ে যেত ।
তার ওপর আমি টিনটিনের একটা স্প্রে গান নিয়ে খেলছিলাম । তো সেটা দিয়ে রং একদিক তাক করে মারলে আরেকদিকে চলে যেতো । তাই আমাকে বাগে পেয়ে একদম নাইয়ে দিয়েছিলো । রঙে ভিজে একদম স্নান করে গিয়েছিলাম । আরেকটা মজা করেছিলাম নানান মুখোশ পরে ।
টিনটিনকে বেশ সাজিয়ে দিয়েছিলো তনুজা । সেও দৌড়ে দৌড়ে রং খেলা ভীষণ এনজয় করেছিল । রঙের গুঁতোয় আমাদের ছাদ একদম রং বেরঙের হয়ে গিয়েছিলো । প্রায় এক ঘন্টা ধরে রং খেলে তারপরে নিচে এসে স্নান করেছিলাম । তবে হাজার সাবান শ্যাম্পুতেও রং পুরোপুরি ধুয়ে যায়নি ।
এবার আমাদের বাড়িতে রং খেলতে এসেছিলো আমাদের কমিউনিটির দুই সদস্য, দুই ভাই । সুরঞ্জিত (@rupaie22) আর সুবীর (@ronggin) । সুরঞ্জিত বালতি করে একদম রং দিয়ে নাইয়ে দিয়েছিলো আমায় ।
বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম গ্রামের দিকে । একটা মেলা বসেছিল দোল উপলক্ষে । সেখানেও গিয়েছিলাম । দোলের দিন বিকেলবেলাটা বেশ কাটলো আমাদের । খাওয়া দাওয়া, ঘোরাঘুরিতে ।
মুখোশে আমরা ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ২ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
বাঘ, সিংহ, কুকুর, খরগোশ, শিয়াল প্রভৃতি হরেক রকমের মুখোশ পরে রং খেলেছিলাম আমরা ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ২ টা ১০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
Anonymous মুখোশও পরেছিলাম আমরা বাপ ব্যাটায় ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ৩ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
টিনটিনকে তনুজা কৃষ্ণ সাজিয়ে দিয়েছিলো ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ৩ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
দোলের বিকেলে গ্রামে ঘুরতে গিয়ে একটা ছোট্ট নদীর ওপর ব্রিজে দাঁড়িয়ে এই নৈসর্গিক দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করেছিলাম ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ৩ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB45
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
✡ ধন্যবাদ ✡
@rme.png
Hawk-Eye, Phantom, RME, Royal Macro, Watch Devil
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ১৪ মার্চ ২০২৩
টাস্ক ২০৪ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 10a7759cd01080a0277add85a680bc30bb4ec0c1329aa76827f7b43d45d42b72
টাস্ক ২০৪ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়
Account QR Code
TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png
VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png
#photography#travel#holi#festival