প্রজাপতির ছবি

in photography •  6 years ago 

প্রজাপতির ছবি তোলা তেমন কঠিন নয়। একটু চর্চা করলেই ভালো ছবি তোলা সম্ভব। আমি আগে কোনদিনই প্রজাপতির ছবি তুলিনি। সে অর্থে আমার প্রজাপতির ছবি তোলার অভিজ্ঞতা শুন্য। আর শুন্য অভিজ্ঞতা নিয়েই আমি আর সুব্রত বেরিয়েছিলাম প্রজাপতির ছবি তুলতে। উত্তর আমেরিকায় এখন শীতকাল। প্রজাপতির ছবি তোলার জন্য তাই বাটারফ্লাই প্যাভিলিয়নেকেই বেছে নিয়েছিলাম। এরকম প্যাভিলয়ন বা কনজারভেটরিতে নাতিশীতোষ্ণ পরিবেশে প্রজাপতি পালন করা হয়। আগেই যেমনটা বলেছি প্রজাপতির ছবি তোলার কোন পূর্বঅভিজ্ঞতা আমার নেই। এই লেখায় আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করছি তা শেয়ার করবো। তাছাড়া নিজের জন্যও একটা লগবুক হিসেবে কাজ করবে যাতে ভবিষ্যতে কাজে লাগে।

[img src]

[img src]

প্রজাপতির ছবি তুলতে যাওয়ার আগে ইন্টারনেট ঘেঁটে দেখলাম প্রজাপতির ছবি তোলার টিপস নিয়ে অনেক সাইট আছে। মোটামুটি সব টিপসই ক্যামেরা সেটিংস নিয়ে। যা বুঝলাম এপারচার ৫.৬ রাখতে হবে যাবে জমিনের গভীরতা এমন থাকে যেন প্রজাপতির পাখা ফোকাসে থাকে। আরেকটি টিপ হল প্রজাপতির পাখা মেললে ছবিটি এমনভাবে তুলতে হবে যেন প্রজাপতির পাখার সাথে ক্যামেরার সেন্সর সমান্তরাল হয়। তাহলে আউট অব ফোকাস এরিয়া কম হবে। অর্থাৎ ছবিটি পরিষ্কার হবে।

[img src]

একটা ব্যাপার মনে রাখতে হবে যেকোন টিপস-ই ক্যামেরা, লেন্স, ফোকাল লেন্থ, ক্যামেরা থেকে বস্তুর দূরত্ব এসবের উপর নির্ভরশীল। যার অর্থ হলো এফ/৫.৬ সব লেন্সের ক্ষেত্রে বা সব পরিস্থিতিতেই গ্রহণযোগ্য হবে এমন নয়। বস্তু যদি লেন্সের খুব কাছে থাকে এবং সেটি ২০০মিমি লেন্স হলে এফ/৫.৬ যথেষ্ট গভীর ছবি দিবে না। আবার ২০০মিমি লেন্স দিয়ে বস্তু যদি দূরে থাকে তাহলে ৫.৬ যথেষ্ট হতে পারে।

[img src]

আমার গিয়ার এবং সেটিংস ছিল এরকম:

ক্যানন ৪০ডি। সাথে ১০০মিমি ম্যাক্রো লেন্স। ম্যানুয়াল মোডে এপারচার এবং সাটারস্পিড সেট করা। আইএসও অটো, সর্বোচ্চ ৮০০

ক্যানন ৬ডি। সাথে ৭০-২০০মিমি এফ/২.৮ টু আইএস ইউএসএম লেন্স। ম্যানুয়াল মোডে এপারচার এবং সাটারস্পিড সেট করা। আইএসও অটো, সর্বোচ্চ ৬৪০০

ক্যানন ১০০মিমি ম্যাক্রো লেন্স দিয়ে ম্যাক্রো মোডে প্রজাপতির ছবি তোলা সম্ভব নয়। কারণ ১:১ ম্যাক্রো তুলতে গেলে বস্তুর যত কাছে যেতে হবে তাতে পুরো প্রজাপতি ফ্রেমে আসবে না।

[img src]

নীচের এই ছবিটি খুব কাছ থেকে তোলা। সম্ভবত আধা মিটার দুরত্বে। কিন্তু প্রজপতির ডান পাখাটি ফোকাসে আসেনি। এর কারণ হলো প্রজাপতিটি একটু বামে হেলে বসেছিল। সেটা ছবি তোলার সময় খেয়াল করা হয়নি। প্রজাপতির সমান্তরালে হেলে ছবিটি তোলা হলে হয়তো দুটো ডানাই ফোকাসে আসতো।

Follow me : @smyt

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: