গতপর্বে আমি বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের আর্ট গ্যালারির অনেকগুলি আর্ট এর ফোটোগ্রাফি শেয়ার করেছিলাম । আজকেও আবার এসেছি আরো এক গুচ্ছ আর্ট ফোটোগ্রাফি পর্ব নিয়ে । আমার জীবনে দুটি জিনিস আমার কাছে অসম্ভব প্রিয় - এক বই আর দুই আর্ট । বিখ্যাত আর্টিস্টদের করা আর্ট দেখতে আমার এতো ভালো লাগে যে বলার নয় ।
এ জন্য এই আর্ট গ্যালারিটা আমি এত সময় ধরে ঘুরে ঘুরে দেখেছিলাম । আর মিউজিয়ামের আর্ট গ্যালারির প্রত্যেকটা আর্টের ফটো তুলে এনেছিলাম । অবসর টাইমে মোবাইলে তোলা এসব ফটো দেখেই আমার সময়টা খুব ভালো অতিবাহিত করি । এক এক জনের আর্ট এক এক রকম । কেউ কালো পেন দিয়ে ছবি এঁকেছেন, কেউ রং তুলি, কেউ জল রঙে আবার কেউ বা তেল রঙে ছবি এঁকেছেন ।
কেউ পোর্ট্রেট, কেউ ল্যান্ডস্কেপ, কেউ ফাইন আর্টস আবার কেউ বা অ্যাবস্ট্রাক্ট আর্ট -এ সিদ্ধহস্ত । কারো বিষয়বস্তু প্রকৃতি, কারো মানুষের জীবন আবার কারো বা সমাজের নানা অসংগতি আর্টের বিষয়বস্তু । সব মিলিয়ে আর্ট গ্যালারির এই বৈচিত্রতা আমাকে মুগ্ধ করেছিল ভীষণ ভাবে । তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আর্টের ফোটোগ্রাফগুলো ।
"প্রকৃতি ও পরিবেশ" উপরের আর্টগুলির বিষয়বস্তু । জলরং, তেলরং, ব্ল্যাক পেন এগুলিই হলো প্রধান উপকরণ উপরের ছবিগুলোর ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৪৫ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
প্রথম আর্টটি ভুষোকালি দিয়ে আঁকা, দ্বিতীয়টি কাঠের ব্লকের ওপর খোদাই করা, তৃতীয়টি গ্লাসের উপরে করা আর্ট এবং চতুর্থটি একটি জল রঙে আঁকা বিমূর্ত শিল্প ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৫০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
উপরের প্রত্যেকটা ছবি-ই বিমূর্ত শিল্প বা অ্যাবস্ট্রাক্ট আর্ট । এদের মধ্যে প্রথম আর দ্বিতীয় আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৫০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
প্রথম ছবিটি অসম্ভব সুন্দর হয়েছে । গ্রাম বাংলার চিরায়ত রূপটি যেন জীবন্ত হয়ে ধরা পড়েছে এক টুকরো কাগজে রং তুলির মাধ্যমে । আর শেষ আর্টটির বিষয়বস্তু হলো "ইলশে গুঁড়ি" । ব্লু পেন ও তুলি দিয়ে আঁকা হয়েছে এটি ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৫০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
প্রথম আর্টটির বিষয়বস্তু হলো "অভিসার" । প্রেমিক-প্রেমিকার গোপন অভিসার আর কী । বাকি দুটি আর্ট হলো বিমূর্ত ।
তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩ টা ৫০ মিনিট
স্থান : ঢাকা, বাংলাদেশ
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
✡ ধন্যবাদ ✡