Device: Samsung Galaxy S4
ছবিটি তুলেছিল সাইফুল অথবা ফোরকান, এটা গুলিস্থান থেকে তোলা অর্থাৎ বাসে উঠার আগ মূহুর্তে তোলা ছবিটি। আমরা এখানে অনেকে এক সঙ্গে গিয়েছিলাম বাকি ছবিও আমি শেয়ার করলাম একেক করে।
Device: Samsung Galaxy S4
এখানে আমি আমার বন্ধু ফোরকান, এটা আমাদের কলেজ লাইফের শেষ দিকের ট্যুর ছিল সময়টা অনেক আনন্দ মূখর ছিল হয়ত আর কোন দিন ফিরে পাবই না এই সময়।
Device: Samsung Galaxy S4
এটা আমরা যখন মেঘনা নদী পার হই নৌকায় করে তখন তোলা ছবি বাম পাশে আমাদের ইংলিশ স্যার উনি আমাদের বন্ধুর মত।আমরা মূলত স্যারের বাড়িতেই গেছিলাম আর পুরা কুমিল্লা জেলাটা ঘুরছি ৩ দিনে কোন দর্শনীয় স্থান বাদ পড়েনি।
Device: Samsung Galaxy S4
পরের দিন সকাল বেলা থেকে শুরু হল এলাকা ঘুরে দেখা আর ফটো শ্যুটের পালা,নানান জায়গা ঘুরে দেখলাম গ্রামের আর সব জায়গার ছবি তোলা হয়েছিল সেগুলো আমি আমার দ্বিতীয় পর্বে তুলে ধরব।
ধন্যবাদ সবাইকে।