আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 68

in photography •  5 months ago 
আসসালামুআলাইকুম

'বারে। পারবে না কেন? আমার চেহারা কি বদলে গিয়েছে?'
'ও। তা কী বলল সে। আসতে বললি না কেন একদিন?'
'এরপর দেখা হলে বলব।'
'এরপর কবে দেখা হবে।'
'কালকে যেতে বলেছে।'
'ওর নিশ্চয়ই বিয়ে হয়নি।'
'না।' আর কিছু বলতে পারেনি তিতির। বলতে লজ্জা লাগছিল। এমনতো হতেই পারে কাল ভদ্রলোক তাকে দেখে বললেন, সরি আমি যা চাইছি আপনি সেরকম নন। আর এটা বললে বাড়িতে হাস্যকর হতে পারে।
বেরোবার সময় বলতে হয় কোথায় যাচ্ছে। তিতির মাকে বলে এল, 'যাই, সুবর্ণার সঙ্গে দেখা করে আসি।'
'কোথায়?
'ওই ভারতী সিনেমার কাছে।'
'বাব্বা সে তো অনেক দূর!'
'আমি ওর থেকেও দূরে টিউশনি করতে যাই মা।'

1724561899108.jpg

For work I use:


মোবাইল
Redmi Note 11s
ফটোগ্রাফার
@taskiaakther
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

মা কিছু বলেনি আর। কিন্তু মুখ দেখে তিতির বুঝতে পেরেছিল বউদির কথার প্রতিক্রিয়া মায়ের মধ্যে শুরু হয়ে গিয়েছে।
ভারতী সিনেমার সামনে ঠিক সময়ে পৌছে সুবর্ণাকে দেখতে পেল না তিতির। এখন সিনেমা শুরু হওয়ার সময়। অথচ কোনও ভিড় নেই হলের সামনে। এই বাংলা ছবিটা গত শুক্রবারে রিলিজ করেছে। কাগজে বিশাল বিজ্ঞাপন দিয়েছিল। নামগুলো পড়ল সে। একজন বাংলাদেশের অভিনেত্রী এবং দু'জন অভিনেতা আছেন, সংগীত পরিচালকও ওখানকার। কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়কের একই ভঙ্গির ছবি সামনে ঝুলছে। জনপ্রিয় শব্দটার মানে কী? যিনি জনপ্রিয় তাঁর ছবি দেখতে জনতা কেন হলে আসছে না!
এইসব ভাবতে না ভাবতেই সুবর্ণা এসে গেল, 'সরি। আমার পাঁচ মিনিট দেরি হয়ে গেল।
কোনও অসুবিধে হয়নি তো?'
'কী অসুবিধে?'
'কেউ বিরক্ত করেনি তো?'
'আমাকে কেন বিরক্ত করবে? আমি কি অভিনেত্রী? তোকে নিশ্চয়ই খুব ঝামেলায় পড়তে
হয়।' তিতির বলল।
'আর বলিস না। দ্যাখ না, চারপাশ থেকে গিলছে।'

1724561899128.jpg

For work I use:


মোবাইল
Redmi Note 11s
ফটোগ্রাফার
@taskiaakther
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সুবর্ণার কথায় খেয়াল করল তিতির। পথচলতি কিছু লোক তাদের দিকে তাকিয়ে আছে। ওরা
নিশ্চয়ই সুবর্ণাকে চিনতে পেরেছে। কিন্তু সুবর্ণার সিরিয়াল দেখানো হয় দুপুরবেলায়। এরা তখন কাজকর্মে বাড়ির বাইরে। তা হলে ওই সিরিয়াল দেখার সময় কী করে পায়।
'চল, ওই রেস্টুরেন্টে একটু বসি।' সুবর্ণা হাত ধরে টানল।
'রেস্টুরেন্টে কেন?'
'সময় কাটাতে। বিভাসদা আড়াইটের সময় অফিসে ফিরবে। আমি তো ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না করেই তোকে সময় দিয়েছিলাম। চল, কফি খাই।'
রেস্টুরেন্টে বেশি ভিড় ছিল না। বাইরে না বসে কেবিনে বসল সুবর্ণা।
দুটো কফি দিতে বলল সুবর্ণা, একটা দুধ ছাড়া।
তিতির বলল, 'তুই অনেক স্মার্ট হয়ে গিয়েছিস।'
'এই লাইনে বোকাদের কোথাও জায়গা নেই। চারপাশের সবাই চাইছে কীভাবে ঠকানো যায়। স্মার্ট না হয়ে উপায় কী।'
'স্মার্ট হওয়া মানে কি চালাক হওয়া।'
'এরা তাই ভাবে। ভঙ্গি দিয়ে চোখ ভোলানো। যাক গে, আমি তোর কথা বিভাসদাকে বলিনি। তুই আমার সঙ্গে থাকবি। তোকে দেখে ওর কিছু মনে হলে নিজেই বলবে।' 'যদি কিছু না বলেন।'

ধন্যবাদ।আল্লাহ হাফেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

"আমি সুবর্ণার কাহিনী পড়ে খুব ভালো লেগেছে! তার দৃষ্টিভঙ্গি এবং যৌবনপূর্ণ মানসিকতা আমার খুব চর্চা লেগেছে! দৃষ্টিভঙ্গি পরিবর্তনে উজ্জীবিত হওয়ার সাথে সাথে, একই মানুষের সংলাপকে অধিকার দেওয়া আমাদের প্রিয় হোক #সুবর্ণা"

I also gave you a 0.21% upvote for the delegations you have made to us. Increase your delegations to get more valuable upvotes. Cheers! 🎉

Help Us Secure the Blockchain for You

Your vote matters! Support strong governance and secure operations by voting for our witnesses:

Get Involved

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @taskiaakther,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

  ·  5 months ago (edited)Reveal Comment