দেখতে দেখতে এসে গেলো আমার কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের দ্বিতীয় পর্ব । কক্সবাজার সী বীচের থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ এই অ্যাকোয়ারিয়ামটি । প্রায় দু'শো প্রজাতির বিভিন্ন সামুদ্রিক মাছ ও প্রাণী রাখা আছে এই অ্যাকোয়ারিয়ামে । আমাদের পুরোটা ঘুরে দেখতে এক ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিলো ।
দুপুরের খাওয়ার সময় হয়ে যাচ্ছিলো বলেই খুব দ্রুত আমরা অ্যাকোয়ারিয়ামটি ঘুরে দেখেছিলাম । হাতে সময় নিয়ে ধীরে সুস্থে দেখতে পারিনি । শুধু দৌড়ের ওপর ছিলাম । এক একটা অ্যাকোয়ারিয়ামের সামনে বড়জোর আট-দশ সেকেন্ড ছিলাম । ওই টুকু সময়ের মধ্যে দেখা, ওই টুকু সময়ের মধ্যেই ছবি তোলা ।
তবে, বেশি আকর্ষণীয় অ্যাকোয়ারিয়ামের সামনে রেয়ার কোনো ক্রিয়েচার দেখতে পেলে একটু বেশি সময় কাটাচ্ছিলাম তার সামনে । এই অ্যাকোয়ারিয়ামে অসংখ্য ক্ষুদে সামুদ্রিক জলজ প্রাণী থেকে শুরু করে বিশালকায় পূর্ণ বয়ষ্ক হাঙর, কচ্ছপ এবং স্টিং রে ছিল ।
এক ধরণের ক্ষুদে কচ্ছপ দেখে দারুন ভালো লেগেছিলো আমার । সামুদ্রিক এই কচ্ছপ প্রজাতিটি এতটাই খুদে হয় যে একটা পূর্ণবয়স্ক পুরুষ কচ্ছপের আকার একটি পাঁচ টাকার কয়েনের সমান ।
আর দেখেছিলাম কোরাল এট্যাল (প্রবাল) আর অসংখ্য সামুদ্রিক রঙিন মাছ যারা এই প্রবালের রাজ্যে বাস করে ।ছোটবেলায় কত দেখেছি এদের ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে তার ইয়ত্তা নেই । আজ একদম সামনে থেকে খালি চোখে দেখার অনুভূতিটা মারাত্মক রকম সুন্দর ছিল ।