গতকাল আমি কলকাতার "আন্তর্জাতিক বইমেলা" থেকে কিছু অজানা শিল্পীর মাধ্যমে বেশ কয়েকটি কাজের লোভনীয় ছবি শেয়ার করেছি। আজ আমি এই ধরনের আর্টওয়ার্ক ফটোগ্রাফি কিছু অতিরিক্ত সঙ্গে আরো একবার বিবেচনা. আমি আশা করি আপনি আজ এটা পছন্দ.
জলরং, তেল রং, ল্যান্ডস্কেপ, প্রতিকৃতি, সারাংশ শিল্প, শিল্পের কী সমষ্টি! এছাড়াও চার্জ খুব সস্তা. প্রতিটি চিত্রের ফি শুধুমাত্র একশ টাকা থেকে শুরু করে সর্বাধিক 5000 টাকা পর্যন্ত। এই ধরনের অত্যাশ্চর্য শিল্পকর্মের এত কম হার শুধুমাত্র আমাদের দেশেই সম্ভব। এদেশে শিল্পকর্ম ও সাহিত্য অনুসারীদের দখল সবচেয়ে কম। এদেশে শিল্পীরা না খেয়ে মরে, এদেশে মানিক বন্দোপাধ্যায়ের মতো একজন সার্থক স্রষ্টাকে টাকা বাদ দিয়ে মারা গেলে এই ঘোষণা দিতে হয় যে, ‘বাঙালি লেখকদের এখন পেটে দুই মুঠো ভাত না থাকা দরকার। কলম ধরতে যায়"।
এদেশে ফুটপাতে কবিতার বই কেনা হয় ৫০ টাকায়।
লজ্জা আমাদের মরতে পছন্দ করে।