Phootogrphy

in photographyy •  8 months ago  (edited)

আসসালামু আলাইকুম বন্ধরা কেমন আছেন আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবার সুস্থতা কামনা করি আমি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি । যদি আপনাদের কাছেও ভালো লাগে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।
20240525_161950.jpg

20240525_161803.jpg

আমি একদিন আমাদের বাড়ি ছেলেমেয়েদের কে নিয়ে একটা পিকনিকের আয়োজন করছি একটা ফুল বাগানের কাছে সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গিয়েছিলাম ফুল বাগারের কাছে । বাগানে ঢুকে দেখি অনেকগুলো ফুল অনেকগুলো ভুল কাজ থেকে একটা ফুল গাছ অনেক ভালো লাগলো আমাদের সবার কাছে ফুলটা ছিল অনেক সুন্দর আমরা সবাই মিলে এই ফুলটার ফটোগ্রাফি সবার কাছে এই ফুল টা অনেক ভালো লাগলো।

ফুল গাছের চারপাশটাও কত সুন্দর ছিল গাছ টি বেশি বড় না তাও ফুল টা অনেক সুন্দর লাগছিল আমাদের সবার কাছে। ফুলটাও বেশি বড় না কিন্তু দেখতে অনেক মায়াবী অসাধারণ চমৎকার আমরা সবাই এতবার ফটোগ্রাফি করতেছি যে থেকে পার হয়ে আসতে মনে করতেছে না মনে করতেছে এখানে এটা অনেক সুন্দর তো তার জন্য পরিবেশটা আমাদের মুক্ত করে দিয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে অনেক সুন্দর লাগলো।

ফুলবাগানের পাশে অনেক লোক কাজ করতেছিল।তারা বলতেছে আমাদের কাছেও এই ফুল গাছটি অনেক ভালো লাগে। ও রা বলতে থাকে আরো অনেক লোক আসে এ ফুলটির ফটোগ্রাফি করে। আরো অনেক অনেক লোক এই ফুল গাছটা দেখার জন্য আসে এ বাগানে। ওরা ও ফটোগ্রাফি করে এ ফুল গাছটা। আমার এই ফুল গাছটি অনেক ভালো লাগলো দেখে আমার চোখ জুড়ে গেল। ফুলটা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এত সুন্দর যে তাই আমি ফুলটার অনেক বার ফটোগ্রাফি না করে পারলাম না। আমার কাছে ভালো লাগছিল বলে আমি ফুলটার অনেকবার ফটোগ্রাফি করছি। আমাদের বাড়ি ছেলেমেয়েরাও অনেকবারই ফুলটার ফটোগ্রাফি করতেছিল ওরা বলতেছে অনেক সুন্দর ফুলটা আমাদের কাছে অনেক ভালো লাগলো ।

20240525_161756.jpg

20240525_161952.jpg

তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাবেন কিন্তু আমি অধিক আগ্রহে বসে রইলাম। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

পোস্টের বিবরণ:-
বিভাগপোস্ট।
ডিভাইসrealme
বিষয়ব্লগ
লোকেশনঢাকা, বাংলাদেশ।
কভার@username91

_
_

🙎‍♂️ "চলুন পরিচিত হয়েনি " 🙎‍♂️
FB_IMG_15815213031904387.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @username91 আমি একজন বাংলাদেশী। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আমার শখের বিভিন্ন সেট আছে যা আমাকে সৃজনশীলভাবে নিযুক্ত রাখে এবং শারীরিকভাবে সক্রিয় রাখে। আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, যা আমাকে বিভিন্ন জগতে এবং চ্যালেঞ্জের মধ্যে ডুব দিতে দেয়। ক্রিকেট আমার আরেকটি আবেগ; এটি শুধুমাত্র একটি খেলা নয়, ফিট থাকার এবং দলের মনোভাব উপভোগ করার একটি রোমাঞ্চকর উপায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আমার ভালবাসা আমাকে ক্যাপচার করতে এবং সুন্দর মুহূর্তগুলি তৈরি করতে দেয়, সাধারণ দৃশ্যগুলিকে অসাধারণ স্মৃতিতে পরিণত করে। আমার ব্লগের মাধ্যমে, আমি আমার গেমিং অভিজ্ঞতা, ক্রিকেট অ্যাডভেঞ্চার, এবং ভিজ্যুয়াল গল্প বলা, অনুপ্রাণিত করার আশায় এবং অন্যদের সাথে যারা একই ধরনের আগ্রহ শেয়ার করে তাদের সাথে সংযোগ স্থাপন করি।আল্লাহ হাফেজ। 💥

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png