Phtoto

in photoo •  7 months ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি একটি ফুলের ফটো শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কাছে যদি এই ফুলের ফটোগ্রাফি ভালো লেগে থাকে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

20240603_093857.jpg

আমি একদিন আমাদের বাজারে গিয়েছিলাম। কতক্ষন বাজারে থেকে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। গাড়ি আসতে দেরি হয়েছে বলে আমি দাঁড়িয়ে আছি৷ তারপর আমাদের বাজারে পাশে একটা ফুল গাছ দেখতে পাই। দূর থেকে আমার কাছে ফুল গাছটি অনেক ভালো লাগলো । আমি সামনে গিয়ে দেখতেছি এত সুন্দর ছিল। আমি বলতেছি দূর থেকে এত সুন্দর লাগলো। আর কাজ থেকে তো অনেক সুন্দর ছিল এ ফুল গাছটি।

আর আমি বলতেছি আমি এ ফুল গাছটির ফটোগ্রাফি আমার
মোবাইল রেখে দিয়ে দেখতে পারবো। তারপর আমি ফুল গাছটির কতগুলো ফটোগ্রাফি করলাম। আর বলতেছি আমি আমার ওয়ালপেপারে ফুল গাছটির ফটোগ্রাফি দিতে পারব। বাজারের পাশে এক্সাইডে এই ফুল গাছটি। আমার ভাগ্য ভালো যে আমি এই ফুল গাছটি দেখতে পাই। এত অসাধারণ ছিলো দেখে চোখ জুড়ে গেল।

20240603_093851.jpg

আর আমাকে ওখানে দাঁড়িয়ে দেখে লোক লোক বলতেছে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন। আমি বলতেছি দেখেন এখানে একটি ফুল গাছ কত সুন্দর না। উনি বলতেছেন হে অনেক সুন্দর তো এটা তো আমার চোখে আর কোন দিন পড়ে নাই। আমি আপনাকে দেখে গিয়েছিলাম ঐখানে বলতেছি উনি এখানে দাঁড়িয়ে আছেন কেন গিয়ে দেখি। আসলেই তো এই ফুল গাছটি অনেক সুন্দর তাহলে এই ফুলগাছটির ফটোগ্রাফি করি। আমার কাছে অনেক ভালো লাগলো আমি এই ফুল গাছটি দেখে মুগ্ধ হয়ে গেছি।

20240603_093844.jpg

তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে মন্তব্য করে জানাবেন কিন্তু। আমি আপনাদের জন্য অধিক আগ্রহে বসে রইলাম আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল সবার জন্য।

আমি হ্রদয় আমার আইডির নাম @boshurhat। চলুন আরেকটু পরিচিত হই।

1717074088609.jpg

  • সবাইকে অভিবাদন!আমি হ্রদয়, ভ্রমণ এবং ব্লগিংয়ের প্রতি আবেগ সহ একজন কম্পিউটার দোকানদার। আমার ব্লগে স্বাগত জানাই, যেখানে আমি প্রযুক্তি জগতের এবং বিশ্বজুড়ে আমার ভ্রমণ উভয়ের থেকে আমার অ্যাডভেঞ্চার এবং অন্তর্দৃষ্টি শেয়ার করি। একটি কম্পিউটারের দোকানে কাজ করা আমাকে প্রযুক্তির সাম্প্রতিকতম সাথে আপডেট রাখে এবং আমি আমার জ্ঞান এবং টিপস অন্যদের সাথে ভাগ করে নিতে পছন্দ করি। কিন্তু প্রযুক্তি জগতের বাইরে, আমার হৃদয় নতুন জায়গা অন্বেষণ, বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা এবং সেই মুহূর্তগুলিকে আপনার সাথে ভাগ করে নেওয়ার সাথে সম্পর্কিত।

এই ব্লগের মাধ্যমে, আপনি প্রযুক্তিগত টিপস, ভ্রমণের গল্প এবং ব্যক্তিগত প্রতিফলনের মিশ্রণ পাবেন। আমি সাম্প্রতিক গ্যাজেট নিয়ে আলোচনা করছি, কম্পিউটার রক্ষণাবেক্ষণের বিষয়ে পরামর্শ দিচ্ছি, বা আমার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করছি, আমার লক্ষ্য হল আমার পাঠকদের জন্য মূল্যবান এবং আকর্ষক বিষয়বস্তু প্রদান করা।আমি প্রযুক্তি এবং ভ্রমণ করার সময় আমার সাথে যোগ দিন। আমি আশা করি আমার অভিজ্ঞতাগুলি আপনাকে নতুন জায়গা অন্বেষণ করতে, নতুন প্রযুক্তি গ্রহণ করতে এবং ভ্রমণ উপভোগ করতে অনুপ্রাণিত করবে।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png