সকল স্টিমিয়ান দের জানাচ্ছি আপানারা অনেকেই প্লাজিয়ারিজম সম্পরকে জানেন না। অভিদান এ এটার অর্থ দাঁড়ায় রচনাচুরি। সোজা ভাষায় বলতে গেলে এটি হচ্ছে অন্যের লেখা কপি করে নিজের বলে চালিয়ে দেওয়া। যেটাকে আমরা কপিরাইট বলে চিনে থাকি।
যাক এবার মূল কথায় আসি। আমরা অনেকেই না বুঝে প্লাজিয়ারিজম করে থাকি। এটা করা একদম ই ঠিক না। আরেকজন কস্ট করলো আর আপনি সেটা আপনার বলে চালিয়ে দিলেন। বাহ বাহ তালি হবে।
আপনি যদি ভেবে থাকেন প্লাজিয়ারিজম করে স্টিমিট এ পার পেয়ে যাবেন। তাহলে আপনি ভুল। এটা কিছু দিন সম্ভব হলেও আপনি বাশ ঠিক ই খাবেন। @steemcleaners ও @cheetah Botআপনাকে ধরে ফেলবে ঠিক ই। হয়ত প্রথম কিছু দিন কিছুই বলবে না কিন্তু সুযোগ বুঝে ভরে দিবে একদম। অনেকে আবার নিজেরে চালাক ভাবেন। বাংলা নিউজ গুলা ডাইরেক্ট কপি করে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ট্রান্সলেট করে পোস্ট করে । আরে ওই বট গুলা আপনার থেকেও কয়েক গুন বেশি চালাক। এগুলা খুব সহজেই ধরে ফেলে। নিচে একটা উদাহরন দিলাম এক ভাই বাশ খেয়েছেন-
দেখেন এই পোস্ট টা প্লাজিয়ারিজম এর ছিলো।সে বাংলা নিউজ গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ট্রান্সলেট করে পোস্ট দিয়ে ছিল। ডাউনভোট গুলা দেখেন সবাই। এভাবেই বাশ দেয়।
সব চেয়ে কস্টের বেপার কি জানেন? আপনার ওই প্লাগারিজম পোস্ট এ যদি ১০০ ডলার ও থাকে তাহলে ওরা ডাউন ভোট দিয়ে ০০ করে দিবে। হ্যা এটা সত্যি। আমার ফ্রেন্ড কয়েক জন এর এমন হওয়ায় কয়েকটা পোস্ট থেকে ২০০+ ডলার খোয়াইছে।
এইবার আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি একদিন নিজেই অই দেখা যায় তাল গাছ অই কবিতাটা নিজে টাইপ করে লিখে পোস্ট করি। কিন্তু @steemcleaners সেটাও ধরে ফেলে। মজার কথা হচ্ছে সেটা সোর্চ দেয় ইউটিউব এর ডিস্ক্রিপশন বক্স থেকে কপিরাইট ধরছে। যদিও আমারে কিছু করে নাই। জাস্ট ওয়ার্ন করছে। আমি পরে সোর্চ দিয়ে ওদের সাথে কথা বলে সব ঠিক করে নেই।
তো যাই হোক সবাই প্লাজিয়ারিজম থেকে দূরে থাকবেন। যদি কখনো এমন পোস্ট দিয়ে হয় তাহলে মেইন পোস্ট এর সোর্স বা ক্রেডিট দিয়ে দিবেন। তবে ফুল পোস্ট ব্যবহার না কিছু অংশ ব্যবহার করবেন। আমি বলব অমন টা না করার। নিজে লিখে পোস্ট দিবেন। সেটাই ভালো আপনার জন্য। কস্ট করে পোস্ট করে বট ইউস করবেন সেটা যদি অকাজের কারনে পানিতে চলে যায় তাইলে কস্ট লাগেই। তাই সবাই সাবধান।
আপনার পোস্টটা দেখে অনেক ভালো লাগলো আর বাংলায় করার জন্য অনেক ইউজারদের বুঝতে সুবিধা হবে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান পোষ্টের জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপ্নাকেও ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
WARNING - The message you received from @dulborah is a CONFIRMED SCAM!
DO NOT FOLLOW any instruction and DO NOT CLICK on any link in the comment!
For more information about this scam, read this post:
https://steemit.com/steemit/@arcange/phishing-site-reported-steem-link-premium
https://steemit.com/steemit/@arcange/anti-phishing-war-the-crooks-continue-their-bashing-campaign
If you find my work to protect you and the community valuable, please consider to upvote this warning or to vote for my witness.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks man
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for Information?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit