মনে পরে তোমায়
আজকাল রাস্তঘাটে চলার পথে
দেখি,শহরের আনাচেকানাচে ফুটেছে অজস্র কৃষ্ণচূড়া....
মনে হয় শহরটা লাল কৃষ্ণচূড়ার সাজে সেজেছে!!
যেমন করে প্রেয়সী তার কালো কেশে কৃষ্ণচূড়ার মালা ঝুলায়,ঠিক তেমন!!
তবে শুধু ব্যতিক্রম হলো প্রেয়সী সাজায় তার কালো চুলে আর শহরটা চির সবুজ কেশে!!
জানো,যখন রাস্তার ধারে ফুলের দোকান গুলোতে দেখি থরে থরে গোলাপ সাজানো, তখন মনটা বিষণ্ণতায় ভরে যায়!!
তখন তোমায় বড্ড বেশি মনে পরে,মনে পরে তোমার বলা সেই কথাটা,
"গোলাপ আর কৃষ্ণচূড়ার সাজে তোমায় আমি নিজ হাতে সাজাবো,সাজিয়ে অনেকক্ষন ধরে তাকিয়ে দেখবো আমার পুতুল বৌ টাকে,যতক্ষন আমার ইচ্ছা হয় ততক্ষন"
আজ শহরটা গোলাপ আর কৃষ্ণচূড়ায় ভরে আছে কিন্তু আমার পাশে তুমি নেই,আমায় সাজাতে!!
নিয়তি তোমায় আমার কাছ থেকে কেড়ে নিয়েছে!!
#রূপান্তিকা