My poem..

in poem •  7 years ago 

আমরা শ্রমিক
© আবিদ আলি হাসান

আমরা গরীব আমরা শ্রমিক
আমরা ঝরাই ঘাম,
তবু কেন দেয় না ওরা
মোদের কাজের দাম!
.
আমরা গড়ি আমরা মরি
আমরা ঝরাই খুন,
দশের কাজে নিজকে বিলাই
এটাই মোদের গুণ।
.
ইট পাথরে গড়ে তুলি
ছোট বড় ঘর,
একটু ভুলের জন্য ওরা
গালে মারে চর্।
.
নারী বাড়ি ফেলে রেখে
কারখানাতে যাই,
দিনের শেষে ওদের থেকে
ধমক শুধু পাই।
.
রাস্তা-ঘাটে কাটতে মাটি
রাখি হাতে হাত,
বেলা শেষে মিলে যেন
দু'এক মুঠো ভাত।
.
সকল কাজেই থাকে সদা
মোদের অবদান,
যেথায় সেথায় তবু কেন
করে অপমান?
.
শ্রমের চেয়ে মুল্য মোদের
অনেক কমেই হয়,
বলতে গেলে এসব কথা
লাগে ভীষণ ভয়।
.
পেটের দায়ে তবু মোরা
বলতে কিছু চাই,
বিনিময়ে যদি আরো
বেশি কিছু পাই।
:
৩০ এপ্রিল '১৮

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!