গাধার কাঁধে টুল - মুন তাসির

in poem •  6 years ago 

দিনের বেলায় উগেছে ফুল,
গাধার কাঁধে রেখেছে টুল,
বিড়াল হয়েছে রথে প্রহরী
খেলা জুড়েছে মোড়ের সাপুড়ি ।

বুড়ো হয়েছে পাড়ার কুশলী
ঘোরের কোনে ধরেছে ভুসোকালি,
শিশুর দাঁতে লেগেছে পোকা,
বন্য রাজা খাঁচায় ঢোকা ।

বই মাঝে জমালো ঠাই,
পাল নামিয়ে সাগর পেরোই,
নদী পাসে গোড়লো ঘাট,
'লাঠি' পড়ে শিয়ালের পাঠ ।

নীরবে নীরবে বহিছে জল,
শান্ত সমুদ্রর ঘনিছে তল ,
ভেবনা কভু নীরব তুমি,
শ্রষ্ঠার জন্য তুমিই শিক্ত ভূমি ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Warning! This user is on my black list, likely as a known plagiarist, spammer or ID thief. Please be cautious with this post!
If you believe this is an error, please chat with us in the #cheetah-appeals channel in our discord.