শিরোনাম: চোখের আলনা

in poem •  2 months ago 

steemit22222.jpg

মাকড়সার জালে ঢাকা স্বপ্নেরা হারানো,
ধুলিমিলিত রশ্মির আলোয় লড়াই চলছে জানালো।
একটা ঝুল, সময়ের ধনকুঠুরি,
ফিসফিসিয়ে কথা কয়, স্মৃতির সিঁড়ি বেয়ে ওঠে।

ম্লান ফটোগ্রাফ, হাসিমুখ,
একসময়ের জ্বলজ্বল প্রেম, এক আন্তরিক আলিঙ্গন।
মങ്ങা সুতায় বাঁধা চিঠিপত্র,
ফিসফিসিয়ে করা শপথ, গান গাওয়ার প্রতিশ্রুতি।

সুর হারিয়ে গেছে, সঙ্গীত বিলীন,
হাসির জায়গায় এখন শুধু নিঃশব্দ নিরবতা বসে আছে।
একটি ফাটা চা-কাপ, ফাটা পারফিউমের শিশি,
এই ভুল আঁধারে মুহূর্তের ছায়া।

ল্যাভেণ্ডারের সুগন্ধ, মৃদু ও মিষ্টি,
একটি বিষাদপূর্ণ স্মৃতি, বিষাদপূর্ণ পরাজয়।
ঝোঁকানো হাওয়ায় দোলে ঝুল,
পাতার স rustling শব্দে বয়ে যায় আকাঙ্ক্ষা।

কিন্তু আশা, একটি স্বচ্ছন্দ পতঙ্গ, উড়ে যায়,
হয়তো কোনোদিন, ভুল ঠিক করা যাবে।
চোখের আলনা ধরে রেখেছে প্রতিধ্বনি, একটি অকথিত প্রেম,
একটি গল্প অপেক্ষা করছে, সাহসী এবং দৃঢ়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!