খুঁজে ফেরা সুর--- রুদ্রদীপ

in poem •  7 years ago  (edited)

কতদিন খুঁজছি তোমায়
হে কবিতা
ঈশানের তটে কোন ভয়ংকরী রাত
কিংবা ফেনিল শুভ্রতাভেজা প্রভাত
কোনটায় আমাকে সপ্ন দেখায় না।
তবে আমি আজ সপ্ন দেখবো বলে
আল্পনার রঙে আবারো সেজেছি, এই দেখো!

মৌনতার যত বাঁক ছিলো এতদিন
কষ্টের লাল রঙ কিংবা বেদনার বিমর্ষ নীল হয়ে
কল্পতরুর হাজার ডালে ফুল হয়ে ফুটতো।
ভিষন আবেগে ক্রন্দসী কোন রাজকুমারীর বেশে
আমার জানালায় এসে ধরা দিতে তুমি।
সজল সে চোখজোড়া দেখে অদ্ভুত ভালোবাসায়
চেয়ে থাকতাম আমি, আর ভাবতাম কি জানো?
বিধাতা কত নিষ্ঠুর, নাহলে পৃথিবীর সকল রূপ
একা কেন তোমায় দিলেন?! 😍

ইশ! তুমি যদি শুধুই আমার কল্পনা হতে
তাহলে কতশতরূপে তোমায় দেখতাম!
হয়ত তা তুমি এখন চিন্তাও করতে পারবে না
উর্বশী নধরজুড়ে স্নিগ্ধতার নহর বইতো তোমার
আর আমি সুবোধ ছাত্রের মত তোমায় পড়তাম।
যেন তুমি একটা ভুবনজয়ী বইয়ের পাতা
যার প্রতি পাতায় লিখা আছে
তোমার আলতো গায়ের অগণিত প্রশংসা।

তুমি অনন্যা, এক কালজয়ী শ্রুতিমধুর সুর
শত অবিনাশী গানের প্রেরনা
হে রূপের দেবী, তুমিই আমার কল্পনা 😍

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

jorimana de dhat vangsos 😜😝