My poem #4

in poem •  7 years ago 

ধরো! এই শূণ্যতায় ,
তুমি বিসন্ন মনে মুক্ত আকাশের নীচে,
দাঁড়িয়েছ - অদৃশ্য আকাশ এবং নিচে মাটি,
সুদূর মাঝখানে তুমি-
এক ভিষন মন খারাপের দিন,
অথচ সমুস্ত আকাশে মেঘে তোমাকে ঘিরে উড়ছে,
তুমি কি ভিষন অনুভূতি শূণতায় হারাবে-
না কি মেঘ হয়ে! একদল মেঘের সাথে,
পাখা মেলে উড়ে যাবে।

ধরো! এই নির্জনে,
তুমি আর প্রকৃতির মাঝে ,
বিশাল স্পর্শ হৃদয়ে আঁকা ছবি-
চোখর কোণেয় রাতের তারোঁকার মত,
উজ্জল আলোয় রশ্মি ভরা নয়নের ভিতরে
এক দিপ্তীময় সুখের পরশে-
রক্তের ভিতরে বারংবার দোলা দিচ্ছে,
তুমি কি সেই অনুভূতিতে-
দুহাত উচিয়ে আরও শূণ্যতা ভেসে যাবে,
না কি একরাশ দুখের প্রীতে ছুড়ে দিয়ে-
এই নির্জনে প্রকৃতির অমোঘ বাণী হৃদয়ে ধারন করবে।

ধরো! এই আকাশের বুকে,
তুমি ব্যতীত এক বড্ড তুমিময় কামনা করে,
সঙ্গমরত প্রচ্ছেদ প্রকৃতির লিলা,
আর নিঃসঙ্গতার চারপাশ,
তুমি ভয়ে অস্থির-
শরীর হতে ভয়ার্তে ঘাম ঝরছে হলুদ বরণ দেহে,
নিঃসঙ্গতার ঊষার পিছনে রেখে-
কেউ একজন বলাকা হতে,
মৃদু কণ্ঠে বলে যাচ্ছে,
ভয় কেন?
আজ অদৃশ্যতার বেড়াজালে নয়-
ভালবাসার নিহাত প্রেম কপালে নীল টিপ হয়ে রেখে যাবে!
যেটা সারাজীবন তোমাকে সুখের স্বর্গে রাখবে।

ধরো! রঙ তুলির আঁকা নয়,
তোমার হাতে গড়া,
তোমার এ পৃথিবী-তুমি ব্যতীত সেখানে,
অন্য কেউ বসত করার দৃঢ় প্রত্যয়ে,
তিলে তিলে পা এগুচ্ছে -
অথচ তুমি বুঝতে পারছো? কিন্তু কোন এক অসত্যের বেড়াজালে তুমি আটকে আছো,
বেড় হতে দ্বিধা হচ্ছে-তুমি কি সেখানে!
সেই অসত্যের মাঝেই থেকে যাবে?
না কি সব ভেংগে দৌড়িয়ে চলে আসবে।

ধরো! এই যে আমিহীনতা,
অথবা তুমিহীনতা বড্ড সেকেলে বহু দিন ধরে,
দুখের সাথে উড়তে উড়তে তুমি বড্ড ক্লান্ত,
এভাবে চলতে গিয়ে তুমি অস্থির,
তোমার চারপাশ-
কালো নিরেট পরিবেশ তোমাকে দিন দিন গিলে খাচ্ছে,
তারপরও কি তুমি সেখানে থাকবে?
না কি সব উপরে ফেলে-
বাঁচার জন্য অসংখ্য সৃষ্টির মাঝে সেই আমাকে খুজে নিবে।

-সংকলন বাংলা।

কবিতা:অদৃশ্য পিয়াস।
16.5.2018

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!