My poem #4

in poem •  6 years ago 

যুগে যুগে বিপথগামী
ছিল কতজন-
এখনো আছে অবিরত,
তাদের সহচর।

এক ঈশ্বর ছিল অবিনশ্বর
আছেন ত্রিভূবণে-
তাহার পড়ে কোন ঈশ্বর নেই,
বলেছেন যুগে যুগে।

দুটি হরফ করে তরফ
হয়েছে মহাজ্ঞানী,
এত মূর্খ ছিল তখনো-
তারাই বিপথগামী।

অদূরে ভবিষ্যৎ এ
সত্যেন বাণী করেছেন যিনি প্রচার,
মানুষের মঙ্গল সাধনে-
তাহার মত আসবেনা কেহ আর।

-সংকলন বাংলা।
কবিতা:সৃষ্টির মাঝেই শ্রেষ্ঠত্ব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!