My Writing :চিরকুট

in poem •  7 years ago 

হোলি... আমি খেলি না.. দুনিয়া থেকে লুকিয়ে থাকি দু দিন.. কেন..?? আজকের চিরকুট তোমার উত্তর দিয়ে সাজানো.. অনেকটা বড়.. দু একজন হলেও.
imageম্য

চিরকুট... ৫১

       "   বেশ মনে আছে ...

সেদিনও ছিল হোলির আগের দিন
বিকেলের পড়ন্ত রোদে নিকোনো উঠোনে
বুড়ি পোড়ানোর প্রস্তুতি বিরামহীন ...

আমি তাকিয়েছিলাম তোমার চোখের পানে

একটা অব্যক্ত ‘না’ ছড়িয়ে ছিল তোমার মুখে
আমি জানতে চেয়েছিলাম ...
''কেন ...? আর কোনো মেয়ে বুঝি রং খ্যালে না সুখে ...?
ওই তো বিনি, চাঁপা, কোয়েল ...
এখন থেকেই প্রস্তুতিটা চরম ...
আমার বেলা ‘না’ কেন এই রকম ...?"
তুমি বললে ... "তারা কি কেউ তোমার মতো ইয়ে ...?"
হেসে বললাম ..."ইয়ে কী আবার ...?
সুন্দরীরা রং মাখে না বুঝি ...?
রঙের দিনে একটু মজা ... একটু ছোঁয়া গালের উপর ...
সব মেয়েরাই এদিনটাকেই খুঁজি ...
আর....ওসব এখন সহজ ব্যাপার খুব ..."

          ওমা ...! দেখি চোখের কোনায় জল ...!
          নীলচে চোখে পানকৌড়ির ডুব ...!
             অবাক হয়ে ছুট্টে আসি বুকে....
               "কী হল কী? কান্না কেন?"
             চোখের উপর আস্তে এলাম ঝুঁকে।

               দু হাত দিয়ে দুটো বাহু ধরে ...
            নিলে আমায় ভীষণ আপন করে ...
                 ধরা গলায় বললে চুপিচুপি ...
          "হিংসে করি ... সব্বাইকে ... বুঝলি খেপি ...
            হ্যাঁ ... হোলির রঙগুলোকেও বটে।
            কোত্থেকে যে রঙগুলো সব জোটে?
        এমন বিচ্ছিরি ভাবে জড়াবে তোর গালে ...
      বেহিসেবি আলপনারা অজান্তেই পড়বে গলে
              পিঠে কিংবা ওড়নাখানার তলে
              কিংবা তোর কানের লতি ছুঁয়ে
            এলিয়ে রবে চুলের খাঁজে খাঁজে ...
                কেমন করে সইব আমি বল”

                পরের দিন, হোলির সকালবেলা।
      তোমার ঠোঁটের উষ্ণ স্পর্শ লাগিয়েছিলাম গালে ..
            আলতো হেসে নামিয়েছিলাম চোখ ...
         এবার থেকে তোমার রঙেই রাঙব আমার মুখ ...
                      এই যে দিলে রং মাখিয়ে
               তৃপ্ত আমি ... আমার এতেই সুখ ...।।।

                  হারিয়ে গেলে.. আর এলে না ... 
              তোমার পাগল কী করে হোলি খেলে..?
                   তোমার স্পর্শ বুকের খাঁজে ...
            আবির খেলা আর কি আমার চলে ...?"
                *******#######********
      পাগলের মন খারাপ.. তাই গান cancel.....
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

nice writing...so nice

very nice post...carry on