প্রিয়তমা তুমি এলে
ধূলোর ধূসর আস্তরণ সরে যায়,
মলিনতা কেটে যায়,
অম্লান জাগ্রত হয়
প্রদীপ জ্বলে ওঠে হৃদয়ে,
সবুজ তারার সবুজ আলোর মতো
গন্ধরাজ ফুটে
লাল চিত্ত সুগন্ধিত হয়,
পদাবলী প্রাণ খুলে দেয়,
আকাশ থেকে রুপকথার টিপু টিপু বৃষ্টি ঝড়ে ;
আঁখির নন্দিত উল্লাসে জলের মতো।
প্রিয়তমা তুমি এলে।
writter @jowel1
excellent
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit