আমরা প্রত্যেকেই একেকটা কবিতা। একেকটা গল্প ,একেকটা গান। কবিতার মাঝেই জীবনের সুর। ভালো থাকুক মানুষ, ভালো থাকুক প্রেম ,ভালো থাকুক কবিতা। আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি কবিতা। আশা করি ভালো লাগবে।
তোমার নিস্তরঙ্গ সিন্ধুবেশে
ধরা দেয়া চোখ,
আমার নির্লজ্জ আচঁল,
যেন সেফটিপিনে বাঁধা সেফটির নাটকীয়তা ,
ভয়ানক লজ্জাহীনতা।
তোমার কাঁধে জড়ানো শুভ্রতার চাদর
আমার কপালের আদর ,
যেন রংতুলিতে আঁকা রঙের মুগ্ধতা ,
ঘরছাড়া বেপরোয়া।
তোমার তৃষ্ণার্ত হাহাকার করা বুক
আমার ঠোঁটের সুখ ,
যেন কুয়াশার ঘোলা ফ্রেমে সূর্যের উষ্ণতা ,
অসহ্য বেহায়াপনা।
ছুঁটে চলা এই নিঃশব্দ প্রেমে
প্রগাঢ় আলিঙ্গনে ,
তুমি বারবার খুঁজে নিও আমায়।
আমি মিথ্যে খবরের পাতায়
হারিয়ে যাওয়া অক্ষর,
শব্দের ধাঁধায় মিস হয়ে
যাওয়া সূত্র,
কবিতার হলুদ পংক্তির
অপ্রিয় সৌমিত্র।
Table:
Content writer | Location | Device | About |
---|---|---|---|
@laboniakter65 | #Bangladesh | Computer |