Kobita

in poem •  10 months ago  (edited)

Image source
কবিতা জীবনের গান। জীবনের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকে আপনাদের জন্য আমি একটি ছোট কবিতা উপহার দিচ্ছি।
image.png

নিরর্থক

নিরর্থকভাবে আঁকছি একটি ছবি
ছবির কোনো রং নেই ,দৃশ্যপট নেই।
ছলচাতুরি করে ভাঙা পেন্সিলের মাথা
দিয়ে আঁকছি জীবন, কোলাহল নেই।

শব্দদূষণের মাঝেই মন কষছি ,
যান্ত্রিক ত্রুটিতে ভরপুর, কষা সহজ নয়।
কাটাকুটি করে নতুন রাফখাতার
আশপাশ দিয়ে চলছি , এটা জেদ নয়।

মিয়ম্রান হয়ে গান গাইছি ,
সুরের লয় ছিঁড়ে গেছে, শব্দ সমাবিষ্ট।
ট্রয়নগরী ধ্বংস হয়েছে আবার,
ধ্বংসের অমোঘ শাস্ত্রে এই গান আকৃষ্ট।

দাওয়ার আল্পনা তুলে ফেলছি,
সংগোপনে শ্রাবণকে ঘিরে, লক্ষীর আলোচনা।
নিরর্থক বসে ভাবছি প্রেমিক মৃত্যুকে,
উপচে পড়া আমন্ত্রণে, হিসাবের খাতা ফাঁকা।

                                     ---o---

আমার পরিচয়:
আমার নাম লাবনী আক্তার শিমলা। আমি একজন মুসলিম।আমি বাংলাদেশে ঢাকা শহরে বাস করি। আমার দুই ভাই। আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে ভার্সিটি এডমিশন পরীক্ষা দিচ্ছি। আমার প্রিয় শখ কবিতা লিখা, কবিতা পড়া, উপন্যাস পড়া। আমার প্রিয় জনরা হলো এডভেঞ্চার, বিজ্ঞানবিষয়ক এবং জীবনী। আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টপাধ্যায় এবং সুনীল গঙ্গপাধ্যায়। এছাড়া অন্য আরো অনেক লেখকের লিখা পড়ি।

Creative WriterLocationDeviceAbout
@laboniakter65#BangladeshComputer

Kobita

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...