সোনামণি ফুলের কলি
মায়ায় ভরা চোখ
মায়ের কোলে বাবার কাঁধে
বেড়ে ওঠা হোক।
দাদীর চোখে সোনার খণি
দাদার চোখে হীরে
কথা বলা শিখার পরে
হবি তুই কিরে?
হবো আমি অনেক বড়
শক্তি আমার থাকবে কত
বনের রাজার সিংহের মত
বুক ফুলিয়ে চলবো কত!
নানার সাথে যাবো হাটে
টগ বগীয়ে ঘোড়ায় চড়ে
আঁকা-বাঁকা পথটি ধরে
নানুর কোলে ঘুমিয়ে পড়ে।
মা বলবে ছোট তুমি
যেতে দিতে পারিনা আমি
একটু বড় যখন হবে
বাবার সঙ্গে তখন যাবে।