“ নতুন বছর, নতুন বই ” ...........মাকসুদ

in poem •  5 months ago 

70383652_2435804239833994_9094454375807451136_n.jpg

নতুন বছর নতুন বই
মণটা করে হই হই
আজকে দিবে নতুন বই
বন্ধুরা সব গেলি কই।

শিশির ভেজা শীতের সকালে
কাথাঁ কম্বল গায়ে জড়িয়ে
রোদ পোহাবো মাদুর বিছিয়ে
হাতে নিয়ে বই ।

নতুন বইয়ের সু-ঘ্রাণে
মনটা রবে ফুর-ফুরিয়ে
পড়তে বসবো গল্প-কবিতা
সবার আগে মুই ।

ইংরেজীতে ভালো হতে
অর্থবুঝে পড়তে হবে
অংক একটি কঠিন বিষয়
সূত্র জানলে কিছুই নয় ।

আগে ভাগে বেশী পড়ে
এগিয়ে রব সবার উপরে
ভাল ছাত্র হতে হলে
পড়তে হবে বেশী করে ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!