অণুকবিতা "নিশিপদ্ম"

in poem •  10 months ago 

প্রেমের ও প্রদীপ জ্বালাই দ্বারে,
তোমার ও ভালোবাসার শিখা চিরন্তন রূপে।
প্রেমের ও গল্পে টানাপোড়েন সংসারেতে ,
বদলে যায় না প্রেম, গতি নিজের ও ছন্দতে ।
তোমার ও পলক না ফেলা প্রেমময় দৃষ্টি,
ধূসর জীবনে এনেছে প্রেম,
ভালোবাসার রঙধনুর সাত রঙ এর সৃষ্টি ।
প্রেম প্রেম শত রঙ এর ওই মেলায়,
হারাবো দুজনায়, ধুয়ে মুছে যাক গ্লানি,
প্রেমময় আঁখিদুটি জ্বল জ্বল,
নিভু নিভু রাত্রির প্রদীপ শিখার চেষ্টার ইতি।
০২

ও যে মানে না মোর বারণ,
যাতনা যতো অকারণ।
প্রেমময় মানে না তো বাঁধা,
তোমারও আত্মত্যাগ, নিঃস্বার্থ, স্নেহময় ছায়া,
তুমি মোর ভালোবাসার বহিঃপ্রকাশ,
আর একগুচ্ছ কেহ না শোনা বসন্তবিলাপ ।
তুমি মোর ভাবনারও ওপার,
প্রেমের সংজ্ঞা নিরূপণেও তুমি যে আমার।
ছিনিয়ে নেবে সাধ্যি সে কার!
তুমি আমার প্রেমের অফুরন্ত ইচ্ছেশক্তির বহ্নিশিখা।
০৩

তেপান্তরে ছুটছে কারা ?
রূপসী এক এলোকেশীর মায়া।
মন্ত্র জাদু বলে আটকে পড়েছি কী ?
না কি প্রেম মন্দিরের নিশ্চুপ বাঁধনে পড়ে যাওয়া ?
তোমার ওই প্রেম ভয়ংকর রূপেরও অনল,
তোমার ওই ওষ্ঠ, ভাষায় ফুলঝুরি যেনো বসন্ত আগত।
তোমার ও ফেলে যাওয়া পদধূলি,
মোর আঙিনায় মাতাল করা সুভাষের ছড়াছড়ি ।
০৪

♡ ♥💕❤
ষোল বসন্ত পেরিয়ে গেলো,
তবে তোমার দেখা।
প্রেম তব কি এতোই মধুর?
যেনো ছুঁতে না পাওয়া অমৃত সুধা!

তুমি বুঝি প্রেম, তুমি বুঝি প্রিয়তম ?
তুমি বুঝি মোর প্রেমের কুঞ্জবনের সে মোহ?
তুমি বুঝি মোর না পাওয়া ভালোবাসা,
তুমি বুঝি মোর না পাওয়া প্রেমের একশত পদ্মের গল্প?

তাই বা না যদি হও,
তবু কেনো রয়েছ দূরে?
কাছে এসে মম হৃদয় জুড়াও,
সুমিষ্ট সে হাসির রোশনাই ছড়িয়ে।

------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!