[Poem/Song Lyric] ভিন গ্রহের অশুভ শক্তি -

in poem •  7 years ago 

13thFloor.jpg

অস্তীত্ত ভ্রস্টকারী তুমি কিসের পরিব্রাজক?
তোমার ভিন গ্রহে আমার অশুভ শক্তি
সভ্য বেশে তুমি হিংসার যাজক
মানবের ধরণীতে দিওনাকো যুক্তি

আমার আগমনে তোমার হাসি হয় সিথিল
প্রকৃতির অন্তরালে দেখি জগতের মিছিল
চশমা চোখে যখন তুমি দেখ রঙিন
কেন আমার আগমনে হয়ে যাও মলিন।
ধবংসের লীলাখেলা জঙ্গি জাযাকেল্লা
তোমার মহাজগতে থাকবো আমি কেলা?
সৌজন্য সাক্ষাতে করিনাতো চিৎকার
অবচেতনার মাধ্যাকর্ষণে সব তাহার লীলাখেলা।
নেশাতুর হয়ে বকবি প্ললাপ শিক্ষা দিয়ে করবি মূর্খতা দান
মিলে যাবে সহজ অংক কিন্তু বেড়ে যাবে অভিমান
চিন্তা হোক গাছের মতন লোভবিহীন দয়াবান
পাওয়ার আশায় দেয়ার নাটকে পাবেনা কোন সমাধান।

জাযাকেল্লা লাপাক চাপাক হারামজাদা চুপ থাক
কাল্পনিক ভ্রান্তজ্ঞানে তোর মস্তিস্কে হয় বীর্যপাত
জাযাকেল্লা লাপাক চাপাক হারামজাদা চুপ থাক
কাল্পনিক ভ্রান্তজ্ঞানে মস্তিস্কে হয় বীর্যপাত

বৈজ্ঞানীক তাং ফাং, যাজাকেল্লা কেহেরমান
মর্ত্যের মর্তলোকে আমিই বহমান।
বিশাসে নাকি মেলায় বস্তু তর্কে বহুদুর
দাত চিবায়ো না শালা, চুদুর ভুদুর
কমলাতো লাল, তালেই মাতাল
জাতির পিতা আমি, তুই বেতাল
চৌবাচ্চার তিমিমাছ, খাচার সিংহ
বাতাস বিহীন চতুর্ভূজে নিছক তোমার সংঘ
কালিদাবা চোখে তোমার ওষ্ট ফুলে একাকার
আশরাফুল মাখ্লুকাত না ছাই, জঙ্গী কোথাকার
নাচাবো তোকে আনারকলি, দিয়ে পশ্চাতদেশে মধ্যাঙ্গুল
জানবি তখন কে সিংহদেব? কার ফাপড়ে চলে এই নক্ষত্রমণ্ডল

জাযাকেল্লা লাপাক চাপাক হারামজাদা চুপ থাক
কাল্পনিক ভ্রান্তজ্ঞানে মস্তিস্কে হয় বীর্যপাত
জাযাকেল্লা লাপাক চাপাক হারামজাদা চুপ থাক
কাল্পনিক ভ্রান্তজ্ঞানে মস্তিস্কে হয় বীর্যপাত

অন্ধকারের নৃত্য নিয়ে আসে দিবালোকে
চলছে বৃত্তান্ত , মুক্তচিন্তার চক্রান্ত
জ্ঞানী ১ জ্ঞানী ২, জ্ঞানের বস্তারা যায় কই
বাধা চোখে মহাজগত দেখে, অনাদি অনন্ত

তাই বলছি,
অস্তীত্ত খর্বকারী, তুমি কিসের পরিব্রাজক?
তোমার ভিন গ্রহে কি নিবে?
আমার অশুভ শক্তি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!