কবিতা "ভালোবাসা"

in poem •  3 years ago 

ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।
বিবর্ণ, জীর্ণ পাতাগুলি মুড়ে রাখা ।

পঠিত হয়নি তার কবিতাগুলো বহুকাল,
লোকচক্ষুর অন্তরালে, আত্মগোপনকালে,
হঠাৎ সে এলো, এক অচেনা অতিথি ।

তার করস্পর্শে মাকড়শার জাল ছিন্ন করে,
কবিতার খাতাটি হলো উন্মুক্ত ।
জীর্ন পাতাগুলি যেন প্রাণ ফিরে পেলো,
এতকাল পরে কেউ তাকে পড়লো ।

সাদা পাতাগুলি আজ বড়ই চঞ্চল,
কেননা তাদের শূন্য গর্ভ উঠবে ভরে
আবার ছন্দ আর কবিতায় ।

অচেনা সে অতিথি কবিতাগুলি চিনে নিতে ব্যস্ত,
একটি একটি কবিতাকে সে বন্দী করেই চলেছে,
তার হৃদয়ডোরে আজ কবিতারা আবদ্ধ ।

মলিন কবিতার খাতা আজ প্রাণ ফিরে পেয়েছে,
নব ছন্দে, নব মাধুর্য্যে কাব্যের ভাষা আজ আগলবিহীন;
নব নব সৃষ্টির উল্লাসে মত্ত ।

♡ ♥💕❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!