বৃষ্টি এসে জানালার শার্শিতে

in poem •  last year 

221940706_10226643075720037_2213532099068083354_n.jpg
বৃষ্টি এসে জানালার শার্শিতে
নুপুর বাজায় !
বৃষ্টি এসে চোখের পাপড়িতে নাচে
বৃষ্টি নামায়!
ভিঁজে ঘাস, ভিঁজে মাটি,
ভেঁজা কবুতর গুঁটি শুটি
নাচের মুদ্রায় দোলে গাছ
গাছের পাতায় বৃষ্টির নাচ,
উৎসব! উৎসব!
বৃষ্টি নেমেছে! বৃষ্টি!
বৃষ্টি ভেঁজাবে সব!
কবির ক্লান্ত হাতেও তখন কলম উঠে যায়
দক্ষ শিকারীর হাতে যেমন ওঠে তীর বল্লম,
বৃষ্টিতো জানেনা আজ আমার কবিতার সাথে অভিমান
আজ আমি কবিতা লিখতে চাই নি, তবুও লিখলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!