আমাকে যে ভেবেছিল, তার নাম ছায়া, তার নাম মায়া,
তার নাম হতে পারে মেঘ বা বাদল।
আমাকে যে ছুঁয়েছিল ভুলে, তার নাম ঝড়, তার নাম পর,
তার নাম হতে পারে মিছে নদী জল।
আমাকে যে বেসেছিল ভালো, তার নাম ভুল, ভ্রান্তি অকূল,
তার নাম হতে পারে নামহীন কেউ,
আমাকে যে রাখেনিকো ধরে, তার নাম মোহ, তার নাম মায়া,
তার নাম হতে পারে জলহীন ঢেউ।
আমাকে যে গিয়েছিল ভুলে, তার নাম স্মৃতি, তার নাম প্রীতি,
তার নাম হতে পারে যাহা কিছু মিছে।
আমাকে যে চিনেছিল, তার নাম দামি, তার নাম ‘আমি’,
তার নাম ‘আমি’ ছাড়া লেখা আর কিসে!