ভেবেছিলাম তোমার এক চিলতে হাসি দিয়ে
পৃথিবীতে স্বর্গ বানাবো,
আবেগের ইট দিয়ে গেঁথে দেবো
তার প্রতিটি দেয়াল।
রংধনু সাত রংঙে
রঙ্গিন করবো তোমার মন।
হাজারো ফুলে সাজিয়ে দেবো এ ভুবন।
আমি সাদ্দাতের মত ভয়ানক
বোকা বনে সৃষ্টির অনাদি অনন্তের
চোখে ফাঁকি দিতে চাহিলাম।
অবশেষে ভেবে দেখলাম,
অদৃশ্যের অনুমোদন ছাড়া কিছুই হয়না।🌱
ি
র
দ