দুষ্ট ছেলে

in poem •  7 years ago  (edited)

এক যে ছিল দুষ্ট ছেলে
নাম ছিল তার রাজা।
রাজা তো নয় দেশের রাজা
দুষ্ট রাজ্যের রাজা।
লেখা পড়ায় যেমন তেমন,
দুষ্টামিতে রাজা।
পড়াশুনায় দেয়না সে মন
খেলাধুলায় কাটায় সারাক্ষণ
নাই তো কোন নাওয়া খাওয়া
নাই তো কোন দিশা।
ঝগড়া করা বিবাদ করা
এটাই তাহার নিশা।
হঠাত একদিন পড়লো রোগে
আর দুষ্টামি না পারে ।
বিছানাতে শুয়ে শুয়ে
যন্ত্রণাতে ভোগে ,
সেদিন থেকে মায়ের
কাছে শপথ তাহার
করবেনা সে দুষ্টামি আর।images (8).jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I am absolute author this poem Please none copies this without my permission

12938341_1591502411161307_7076588627570297751_n.jpg