নাবিকের চিঠি

in poem •  3 years ago 

নাবিকের চিঠি

কবিতা : "নাবিকের চিঠি "

💘
♡ ♥💕❤

তোমায় চিঠি লিখছি প্রিয়তমা,
অনন্ত নক্ষত্রখচিত কালো আকাশের নিচে বসে
লিখছি এই পত্রখানি, শুধু তোমার মুখটি স্মরণ করে ।

জাহাজের ডেকের এই নিয়ন আলোয়,
অস্পষ্ট দেখি নিজেরই হাতের লেখা ।
কতকাল লিখি না চিঠি, তাই হাত কেঁপে যায় বারে বারে,
সাগরের নোনা জল মাখা বাতাসের শীতল ঝাপটে,
রাত জাগা চোখ জ্বালা করে ওঠে ।

রাতচরা গাঙচিলের সুতীক্ষ্ণ ডাক,
মাথার ওপরে আলবাট্রসের পাখা ঝাপটানোর শব্দ,
আর ফসফরাস মাখা সাদা ঢেউয়ের গর্জন ।
মাথার মধ্যে চিন্তার জাল বারে বারে যায় ছিঁড়ে ।

তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?
শেষ কবে তুমি খোঁপায় গুঁজেছ একটি রক্ত গোলাপ ?
প্রিয়তমা, আমায় দেখাবে?

এই চিঠি যখন পাবে, তখন আমি আবার ভেসে চলেছি,
এই বন্দর ছেড়ে অজানা সাগর পানে ।
নাবিকের জীবন এমনই হয় প্রিয়তমা,
দুঃখ করো না মোটেও, আবার আসবো ফিরে ,
দিতে ধরা তোমা বাহুডোরে ।

কত বিনিদ্র রজনী করেছি পার
ফেননিভ ঢেউয়ের পানে চেয়ে ।
কত সমুদ্র দিয়েছি পাড়ি,
কত অজানা বন্দরে ভিড়িয়েছি তরী ।

তবুও তো হলো না শেষ এ যাত্রার,
তবু তো হলো না থামা, একের পর এক বন্দর পেরিয়েও
শেষ হলো না এ পথ চলা ।

তোমার আমার একটিই আকাশ, তবু প্রিয়তমা,
তোমার হলো সুনীল আকাশ, আমার মেঘে ঢাকা ।
তোমার আকাশেও ওঠে কি ঝড় ? বৃষ্টি কখনো নামে ?
তা যদি হয় প্রিয়তমা তবে,
আমার চোখের অশ্রুকণাই বৃষ্টির ফোঁটায় ঝরে ।
♡ ♥💕❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!