হিনা সৎ মন
ঘৃণা নিয়ে যত
ঘোরে লাখোজন
কুকুরের মতো,,
হাত বারবার বাণী নেই মুখে
ভিখারিকে দেখে ভিখারির চোখে |||
শুন্য বিকাশ জ্ঞানের আকাশ
অট্টালিকায় করে বসবাস,
জ্ঞানী-গুণীজন
বাঁচে কতক্ষন, মূর্খের অত্যাচারে !?!
এই ভব হায়
জ্ঞানী বলে যায়
অথর্ব মূর্খটারে ||