কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : pixabay
এক গুচ্ছ অণুকবিতা "অনুক্ত".
💘
♡ ♥💕❤ 💘
♡ ♥💕❤
💘
♡ ♥💕❤
💘
♡ ♥💕❤
(১)
ভালোবাসার মানুষকে
ভালোবাসার কথাটা না বলতে পারার মধ্যে
এক সুতীব্র যন্ত্রণা আছে ।
ভালোবাসার মানুষকে
"ভালোবাসি" বলতে না পারার মধ্যে
এক আকাশ অভিমান আছে ।
ভালোবাসার মানুষকে
একটু ছুঁতে না পারার মধ্যে
শ্রাবণ মেঘের মতো এক বুক কান্না আছে ।
ভালোবাসার মানুষটির জন্য
যদি কবিতা লিখতে না পারো তবে,
সারা জীবনের জন্য তাকে হারিয়ে ফেলা আছে ।
(২)
ব্যস্ত সময় করি পার,
দু'দন্ড বসি কোথায় সময় তার ?
দিন যায়, রাত যায়,
সময় এভাবে বয়ে তো যায় ।
বন্ধুত্ব, প্রেম ক্ষীণ হয়ে আবছায়ায়,
সুদূরের ওই নীল দিগন্তে মিলায় ।
(৩)
নখের আঁচড়ে ছিন্ন স্তন,
দংশাঘাতে তব অধর,
কামনার তীব্র অভিঘাতে
নারী তোমার পদানত ।
পুরুষ তোমার আজ
বিজয়ের এই দিনে, নারী নয়
ভালোবাসার তাই পরাজয় ।
♡ ♥💕❤
✡ ধন্যবাদ ✡
পরিশিষ্ট
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png