নাজমুল ইসলাম
ওরা কি! আমার দেশের শত্রু
ওদের জন্যই কি আবার হবে,
১৯৭১রের সেই যুদ্ধ।
আবারো কী শহীদ হবে?
লাক্ষো লক্ষো বাঙ্গালী!
হে বাংঙ্গালী তোমরা কি, থেমে গেলে?
তোমরা আবার গর্জে ওঠো বাঘের মত করে।
করে দাও স্বাধীন, এই ছোট্র বাংলাদেশটাকে।
নয় শত্রুর পরাধীনতা, আনবো এবার সাধীনতা।
Source
You got a 21.10% upvote from @slimwhale courtesy of @steemit446!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit